Covid-19: কোভিডের কবলে এবার টলিউড সুপারস্টার, বাড়িতেই কোয়ারেন্টিনে Jeet

টুইটে আবেদন রেখেছেন, গত কয়েকদিনে যাঁরাই তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখেন এবং প্রয়োজনে কোভিড টেস্ট করান।

Updated By: Apr 20, 2021, 12:58 PM IST
Covid-19: কোভিডের কবলে এবার টলিউড সুপারস্টার, বাড়িতেই কোয়ারেন্টিনে Jeet

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত বাংলার সুপারস্টার জিৎ (Jeet)। মঙ্গলবার সকালে নিজেই টুইট করে এই খবর দিয়েছেন অভিনেতা। আপাতত নিজের বাড়িতেই কোয়ারেনটিন (Quarantine) করছেন তিনি। টুইটে আবেদন রেখেছেন, গত কয়েকদিনে যাঁরাই তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখেন এবং প্রয়োজনে কোভিড টেস্ট করান।

রাজ্যে সিনেমাহল খোলার পর থেকে যে কটি বাংলা ছবির মুক্তির দিকে সকলের নজর ছিল, তার মধ্যে জিৎ-মিমি অভিনীত ‘বাজি’ (Baazi) ছবিটি। ছবির প্রথম গান 'আয় না কাছে রে' রিলিজও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জিৎ-মিমি কেমিস্ট্রি নজরও কেড়েছে দর্শকদের ধুঁকতে থাকা সিনেমাহলের মালিকরা আশায় বুক বেঁধেছিলেন যে, এই ছবি হয়ত হলে দর্শক ফেরাতে পারবে। সেই মত প্রস্তুতিও নেওয়া হচ্ছিল।

আরও পড়ুন: Covid 19: করোনায় আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার, আক্রান্ত নির্বাচন কমিশনারও

নিজের প্রযোজনা সংস্থায় কাজও চলছিল জোরদার। এরমধ্যেই করোনায় আক্রান্ত হলেন নায়ক। টুইটে অভিনেতা জানিয়েছেন, তিনি চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন। বাড়িতেই নিভৃতবাসে থাকছেন অভিনেতা।

.