Dev, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : জ্যেঠু তারাপদ অধিকারী ছিলেন সাংসদ, অভিনেতা দেবের ভীষণ কাছের। শুক্রবার দুপুরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার সেজো জ্যেঠু তারাপদ অধিকারীর। বাড়িতে মৃত্যু হলেও রাতভর মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে দেহ সংরক্ষণ করা হয় পরিবারের তরফে। জ্যেঠুর মৃত্যুর খবর পেয়ে শনিবার সকালেই তড়িঘড়ি দেশের বাড়ি কেশপুরে পৌঁছে যান দেব। 

শনিবার ভাইপো 'রাজু'র কাঁধে চেপেই শেষ যাত্রায় পাড়ি দেন তারাপদ অধিকারী। হ্যাঁ, রাজু নামেই দেবকে ডাকতেন তাঁর সেজো জ্যেঠু। এদিন গ্রামে এসে ফুলের মালা দিয়ে জ্যেঠুকে শ্রদ্ধা জানান সাংসদ অভিনেতা দেব। তারপর পরিবারের অন্যান্যদের সঙ্গে জ্যেঠুকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যান। যদিও এদিন সাংবাদিকদের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সাংসদ অভিনেতা।

আরও পড়ুন-হঠাৎই খুন ক্যাব চালক! L.S.D নিয়ে রাতভর বিপাকে সোহম-সায়নী...

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ, তথা অভিনেতা দেবের আদিবাড়ি মেদিনীপুরের কেশপুরে। জানা যায়, দাদা তারাপদ অধিকারীর মুম্বইতে থাকতেন। তাঁর হাত ধরেই দেবের বাবা গুরুপদ অধিকারী একসময় মুম্বইতে পাড়ি দেন। সেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যাটারিং-এর ব্যবসা শুরু করেন। দেবের ছোটবেলাও সেখানেই কেটেছে। পরবর্তীকালে অভিনয় যোগ দেন দেব। তবে এই মুহূর্তের দেবের জ্যেঠু তারাপদ অধিকারী তাঁর মেদিনীপুরের বাড়িতেই থাকতেন। 

এদিকে বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেব। তাঁকে দেখা যায় ইন্দো-ওয়েস্টার্নের সংমিশ্রনে তৈরি একটি ফিউশন পোশাকে। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল বন্ধবী রুক্মিণী মৈত্রকেও। চলচ্চিত্র উৎসবে থালি গার্ল হয়ে হাজির হয়েছিলেন রুক্মিণী। এদিকে খুব শীঘ্রই মুক্তি পাওয়ার কথা দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর অভিনীত ছবি 'প্রজাপতি'। যেখানে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় এবং কণীনিকা বন্দ্যোপাধ্যায়দেরও দেখা যাবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
TMC MP, Actor Dev joins his uncle's last rites
News Source: 
Home Title: 

ভাইপো দেবের কাঁধে চেপেই শেষযাত্রায় জ্যেঠু তারাপদ অধিকারী...

Dev : ভাইপো দেবের কাঁধে চেপেই শেষযাত্রায় জ্যেঠু তারাপদ অধিকারী...
Yes
Is Blog?: 
No