প্রেম, যৌনতা, খুন, রহস্য, রোমাঞ্চে জমজমাট 'দময়ন্তী'র ট্রেলার
শনিবার মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দময়ন্তীর ট্রেলারে মহিলা গোয়েন্দার ভূমিকায় দেখা গেল অভিনেত্রী তুহিনা দাসকে।
নিজস্ব প্রতিবেদন : ''আমি কিন্তু গোয়েন্দা নই। পেশায় যেহেতু ইতিহাসের অধ্যাপক সেকারণে, তাই একটু রহস্যের গন্ধ পেলে কৌতুহলী হয়ে পড়ি।'' এভাবেই নিজের পরিচয় দিলেন দময়ন্তী। শনিবার মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'দময়ন্তী'র ট্রেলারে মহিলা গোয়েন্দার ভূমিকায় দেখা গেল অভিনেত্রী তুহিনা দাসকে।
'দময়ন্তী'র ট্রেলারের শুরুটা দময়ন্তী অর্থাৎ তুহিনা দাসকে দিয়ে হলেও ট্রেলারের পরবর্তী ধাপে উঠে এসেছে একাধিক চরিত্র। প্রেম, খুন, রহস্য, রোমাঞ্চ, যৌনতায় বেশ জমজমাট দময়ন্তীর ট্রেলার। আগামী ২২ অক্টোবর থেকে OTT প্ল্যাটফর্ম 'হইচই'-এ দেখা যাবে 'দময়ন্তী' সিরিজটি। তার আগে ট্রেলারে মিলল গল্পের কিছু ঝলক...
আরও পড়ুন-শিক্ষকের মুণ্ডচ্ছেদ করেছে, বুঝতেই পারছি ওরা ভারতে আমাদের সঙ্গে কী করেছিল: কঙ্গনা
বাংলা ছবির দুনিয়ায় মহিলা গোয়েন্দা প্রায় নেই বললেই চলে। যদিও বা গত বছর (২০১৯) পরিচালক অরিন্দম শীলের হাত ধরে বাংলা ছবিতে 'মিতিন মাসি'কে পেয়েছিলাম। এমনকি টিভির দুনিয়াতেও 'গোয়েন্দা গিন্নি'কে বেশ পছন্দ করেছেন দর্শকরা। কিন্তু বাংলা ওয়েব সিরিজে? নাহ, এখনও পর্যন্ত কোনও মহিলা গোয়েন্দার আবির্ভাব হয়নি। OTT প্ল্যাটফর্মের দৌলতে ইংরাজি ক্রাইম থ্রিলারগুলিতে মহিলা গোয়েন্দারা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং তাঁরা জনপ্রিয়ও বটে। তবে বাংলা ওয়েব সিরিজে এখনও সেটা সম্ভব হয়নি।
তবে এখনও পর্যন্ত যেটা হয়নি, এবার সেটাই ঘটতে চলেছে বাংলা OTT প্ল্যাটফর্ম 'হইচই'-এর দৌলতে। পরিচালক অরিত্র সেন ও রোহন ঘোষের পরিচালনায় আসছে প্রথম মহিলা ডিটেকটিভ ফ্র্যাঞ্চাইজি- 'দময়ন্তী'।
আরো পড়ুন-২০ বছর পর স্বপ্ন পূরণ, KBC-তে ২৫ লক্ষ টাকা জিতলেন মুর্শিদাবাদের মেয়ে, কলকাতাবাসী রুণা
আরও পড়ুন-মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের, অভিযোগে নাম রয়েছে যোগিতা বালির
'দময়ন্তী'র চরিত্রটি ঠিক কেমন? এবিষয়ে এর আগে Zee ২৪ ঘণ্টা ডট কমকে তুহিনা জানিয়েছিলেন, ''প্রথমবার মহিলা গোয়েন্দা চরিত্র। খুবই মজার গল্প। এখানে দময়ন্তী কিন্তু পেশায় গোয়েন্দা নন, উনি শখে গোয়ান্দাগিরি করেন। আসলে মেয়েটি একটি কলেজে ইতিহাস পড়ায়। খুবই বুদ্ধিমতী, টেকনোলজি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। তাঁর কম্পিউটার হ্যাকিংয়ের দক্ষতা রয়েছে। ও বিভিন্ন রহস্য সমাধান করার জন্যও ভীষণ আগ্রহী।''
তুহিনা আরও জানিয়েছিলেন, ''দময়ন্তির প্রথম সিজনের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। এখানে আমি ছাড়াও আমার স্বামীর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রাশিসকে। এছাড়াও চান্দ্রেয়ী ঘোষ একটা মজার চরিত্রে রয়েছেন। গৌতম পুরকায়স্থ, অমৃতা চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই রয়েছেন প্রথম সিজনে।''