Rupali Ganguly: বিতর্কে বিয়ে! নেটপাড়ায় 'হোম ব্রেকার' তকমা, এবার 'অনুপমা' থেকে বাদ রূপালী?

Anupamaa: অনুপমার হাত ধরে ছোটপর্দায় অফুরান ভালোবাসা ও জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। চার বছর পর সেই সিরিয়াল থেকেই সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী, এমনটাই খবর। আগামী তিনমাসের নোটিস দিয়েছেন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? 

Updated By: Jan 4, 2025, 06:42 PM IST
Rupali Ganguly: বিতর্কে বিয়ে! নেটপাড়ায় 'হোম ব্রেকার' তকমা, এবার 'অনুপমা' থেকে বাদ রূপালী?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁকে ছোটপর্দার সবচেয়ে দামী অভিনেত্রী বলা হয়। একেকদিনের জন্য নাকি তাঁর পারিশ্রমিক ১ কোটি টাকা। গত চারবছরে ছোটপর্দায় তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান 'অনুপমা' ধারাবাহিকের হাত ধরে। বাংলা ধারাবাহিক 'শ্রীময়ী'র গল্প নিয়ে তৈরি 'অনুপমা' (Anupamaa)। সেই চরিত্রে অভিনয় করে চর্চায় উঠে এসেছেন রূপালী গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। কিন্তু এবার সেই ধারাবাহিক থেকেই সরে আসছেন অভিনেত্রী এমনটাই খবর। 

আরও পড়ুন- Ranieeta Dash: ১৮ দিন ভেন্টিলেশনে, কিন্তু শেষরক্ষা হল না! কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর রণিতা...

কিছুদিন আগেই এই ধারবাহিকের গল্প এগিয়েছে ১৫ বছর। গল্প থেকে বাড় পড়েছে অনেক চরিত্রই। এমনকী নাকি কমেছে অনুপমা তথা রূপালীর সিনও। রাজন শাহী প্রযোজিত 'অনুপমা'-র গল্প এগোবে 'প্রেম' ( শিবম খাজুরিয়া) ও 'রাহি' (অদ্রিজা রায়)কে নিয়ে, এমনটাই পরিকল্পনা ধারাবাহিকের চিত্রনাট্যকারের। তাই 'অনুপমা' থেকে আর কিছুদিনের মধ্যেই সরে যাবেন রূপালি। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করা হয়নি চ্যানেলের পক্ষ থেকে।

শোনা যাচ্ছে, আগামী তিন মাসের নোটিসে আছেন রূপালী। এরপরেই এই চরিত্র থেকে সরে দাঁড়াবেন তিনি। এমনকী জানিয়ে দিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষকেও। সম্প্রতি এই শো থেকে কোনও কারণ ছাড়াই বাদ পড়েছেন আলিশা পারভিন। তাঁকে সরিয়ে সেই চরিত্রে নিয়ে আসা হয়েছে অদ্রিজা রায়কে। 

আরও পড়ুন- Popular Actress Death: বিয়ে করে বদলেছিলেন ধর্ম, ভারত-পাকিস্তান সহ ৯ দেশে সিনেমার রেকর্ড! প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা...

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে রূপালী তাঁর প্রেম, বিয়ে নিয়ে ক্রমাগত কটাক্ষের মুখে পড়েছেন। তাঁর স্বামী অশ্বিনের প্রথম পক্ষের মেয়ে দাবি করেন যে রূপালীর কারণেই তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়েছে। অশ্বিন বিবাহিত জেনেও তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রূপালী, অভিযোগ করেন সত্‍ মেয়ে। এমনকী তাঁর দাবি, তাঁর মায়ের গয়না চুরি করেছেন রূপালী। জোর করে তাঁদের বাড়িতে অশ্বিনের সঙ্গে একঘরে থাকতেন রূপালী। সোশ্যাল মিডিয়ায় রূপালীকে সমালোচনা ও কটাক্ষে জেরবার হতে হয়। এরপরেই সত্‍ মেয়েকে লিগ্যাল নোটিস পাঠান অভিনেত্রী। এই বিতর্ক, কটাক্ষ, হোম ব্রেকার তকমায় জেরবার রূপালী এবার সরে দাঁড়াচ্ছেন সিরিয়াল থেকে। তাই প্রশ্ন উঠছে শুধু গল্পের কারণেই নাকি রূপালীর ব্যক্তিগত স্ক্যান্ডালের কারণেই এই সিদ্ধান্ত নিল চ্যানেল। এ বিষয়ে অবশ্য মুখ খোলেননি কেউই। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.