Soumitrisha Kundu: একুশে জুলাইয়ের মঞ্চে সৌমিতৃষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী কথা হল অভিনেত্রীর?

TMC Shahid Diwas 2023: প্রতিবছরের মতো এবছরও তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের মঞ্চ ছিল তারকা বেষ্টিত। শহিদ দিবসে শহিদদের সম্মান জানাতে একদিকে যেমন উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রথম সারির নেতা নেত্রী থেকে শুরু করে টলিউডের তারকারাও। প্রতিবারই ২১ জুলাইয়ের মঞ্চে নজর কাড়েন অভিনেতা অভিনেত্রীরা। এবারও তার অন্যথা হল না। একই সারিতে হাজির ছিলেন সাংসদ দেব, নুসরত জাহান, মিমি চক্রবর্তী থেকে শুরু করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, তৃণা সাহা(Trina Saha) সহ আরও অনেকেই।

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Jul 21, 2023, 06:19 PM IST
Soumitrisha Kundu: একুশে জুলাইয়ের মঞ্চে সৌমিতৃষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী কথা হল অভিনেত্রীর?

সৌমিতা মুখোপাধ্যায়: একুশে জুলাইয়ের(21 July) মঞ্চ ছিল তারকার হাট। একদিকে যেমন হাজির ছিলেন রাজনৈতিক নেতারা তেমনই ছিলেন সিনেমার জগতের তারকারাও। শুধু বড়পর্দার তারকারাই নয়, এদিন শহিদ দিবসের (TMC Shahid Diwas 2023) মঞ্চে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীরা। সেখানে যেমন ছিলেন লাভলি মৈত্র, রিজওয়ান রব্বানি শেখ, নীল, তৃণা থেকে শুরু করে সৌমিতৃষা(Soumitrisha Kundu)। ছোটপর্দা থেকে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন সৌমিতৃষা। কেমন ছিল তাঁর একুশের অভিজ্ঞতা?

আরও পড়ুন- TMC Shahid Diwas 2023: একুশের মঞ্চে তারকার হাট, মমতার পাশে দেব-মিমি-নুসরত থেকে সৌমিতৃষা-তৃণা...

জি ২৪ ঘণ্টা ডিজিটালকে সৌমিতৃষা জানান, ‘এই নিয়ে দ্বিতীয়বার একুশের মঞ্চে ছিলাম। আগেরবারও ভিজেছিলাম, এবার ভিজলাম। খুবই ভালো অভিজ্ঞতা, এত মানুষ শুধুমাত্র একটা মানুষকে দেখতে, তাঁর কথা শুনতে আসে। একটা মানুষের জন্য এত মানুষ ছুটে ছুটে আসে। সব থেকে বড় কথা যে মানুষেরা শহিদ হয়েছেন তাঁদের জন্য আমরা নীরবতা পালন করতে পারি। প্রতিবার যে বৃষ্টি হয়, তাতেই বোঝা যায় যে তাঁদের জন্য প্রকৃতিও কাঁদছে। সেই দিনের সাক্ষী থাকতে পারা, সেখানে উপস্থিত থাকতে পারা, সেটা অনেক বড় ব্যাপার। আমি কৃতজ্ঞ যে আমি ঐ মঞ্চে উপস্থিত থাকতে পারি’।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন সৌমিতৃষা কুন্ডু। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা গেল অভিনেত্রীকে। দিদির সঙ্গে কী কথা হল অভিনেত্রীর? সৌমিতৃষা বলেন, ‘দিদির সঙ্গে কথা হল। উনি বললেন, তোমরা এসেছ ভালো লাগল। আসলে মঞ্চে তো সেভাবে বেশি কথা হয় না। তবে অল্প হলেও কথা হল’। এদিন অভিনেত্রী পরনে ছিল সাদা রঙের পোশাক।

হাজির ছিলেন টলিউডের প্রথম সারির নায়ক-নায়িকারা। যাঁরা তৃণমূলের সাংসদও বটে। পঞ্চায়েত ভোটের প্রচারে দেখা গিয়েছিল নুসরত জাহানকে। তিনি এদিনও হাজির ছিলেন একুশে জুলাইয়ে মঞ্চে। পঞ্চায়েত ভোটের প্রচারে দেখা যায়নি মিমি চক্রবর্তী ও দেবকে। ছবির কাজে ব্যস্ত ছিলেন অভিনেতা। সেখান থেকে শুরু হয়েছিল কানাঘুষোও। তবে সেই সব কানাঘুষোর মেঘ সরিয়ে মঞ্চে দেখা গেল দেব ও মিমি চক্রবর্তীকেও। মঞ্চে দেখা গেল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও এছাড়াও অনেক তারকাকেই দেখা গেল এদিনের মঞ্চে।

আরও পড়ুন- Tollywood on Manipur Violence: ‘ফাঁসির থেকেও বড় দৃষ্টান্তমূলক শাস্তি হোক’, মণিপুরের নির্যাতিতার পাশে টলিউড...

বিগত বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে নতুন করে জয়েন করেছিলেন বেশ কিছু তারকা। তাই তাঁদের উপস্থিতি যে দেখা যাবে তা আগেই অনুমান করা গিয়েছিল। সিনেমার তারকাদের পাশাপাশি টেলিভিশনের জনপ্রিয় মুখও। হাজির ছিলেন দিগন্ত বাগচী, ভরত কল, তৃণা সাহা, লাভলি মৈত্র, শ্রীতমা ভট্টাচার্য, লাভলি মৈত্র, সুদেষ্ণা রায়, নচিকেতা চক্রবর্তী, সৌমিত্র রায়, অদিতি মুন্সী সহ আরও অনেকে। তবে  এদিনের মঞ্চে অনুপস্থিত ছিলেন ইন্দ্রানী হালদার। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে শ্যুটিংয়ের কাজে তিনি কলকাতার বাইরে আছেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.