'ভির ডি ওয়েডিং'-এ করিনা-সোনামের 'ভাংড়া তা সাজদা'

সোনামের বিয়ে শেষ হতে না হতেই এবার মুক্তি পেল ‘ভির দি ওয়েডিং’-এর দ্বিতীয় গান ‘ভাংড়া তা সাজদা’। যেখানে করিনা কাপুর খান এবং সোনাম কাপুরের ‘সেক্সি মুভস’ বেশ ভালভাবে চোখে পড়বে আপনার।

Updated By: May 10, 2018, 02:21 PM IST
'ভির ডি ওয়েডিং'-এ করিনা-সোনামের 'ভাংড়া তা সাজদা'

নিজস্ব প্রতিবেদন : সবে সবে আনন্দ আহুজার ঘরণী হয়েছেন সোনাম কাপুর। সঙ্গীত থেকে বিয়ে কিংবা রিসেপশন, সবকিছুতেই যেন গোল দিয়েছেন অনিল কন্যা। কিন্তু, সোনামের বিয়ে শেষ হতে না হতেই এবার মুক্তি পেল ‘ভির দি ওয়েডিং’-এর দ্বিতীয় গান ‘ভাংড়া তা সাজদা’। যেখানে করিনা কাপুর খান এবং সোনাম কাপুরের ‘সেক্সি মুভস’ বেশ ভালভাবে চোখে পড়বে আপনার।

আরও পড়ুন : কাছে নেই দীপিকা, সোনামের রিসেপশন ছেড়ে মাঝ রাতে এ কী করলেন রণবীর?

পরিচালক রিয়া কাপুরের ওই সিনেমার স্বীতীয় গানে করিনা কাপুর এবং সোনাম কাপুরের পাশাপাশি দেখা যাচ্ছে স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া এবং সুমিত ব্যাসকে। কিন্তু, যাঁকেই দেখা যাক না কেন, গানের তালে পা মেলাতে, করিনা এবং সোনামই যে বাজিমাত করেছেন তা বেশ স্পষ্ট।

দেখুন..

 

এদিকে সোনাম কাপুরের রিসেপশনে স্বামী সইফ আলি খানের ‘ওলে ওলে’-তে পা মেলাতে দেখা যায় করিনা কাপুর খানকে। সইফের ‘সিগনেচার টিউনে’ পা মিলিয়ে আপাতত ভাইরাল হয়ে গিয়েছে বেগম সাহেবার স্টেপস।

.