Bollywood-এ ফের দুঃসংবাদ, চলে গেলেন পর্দার 'ঠাকুর সজ্জন সিং'

 কিছুদিন আগেই কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ছিলেন অভিনেতা। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 9, 2021, 03:22 PM IST
Bollywood-এ ফের দুঃসংবাদ, চলে গেলেন পর্দার 'ঠাকুর সজ্জন সিং'

নিজস্ব প্রতিবেদন : বলিউডে ফের দুঃসংবাদ। চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম (Anupam Shyam)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। কিছুদিন আগেই কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ছিলেন অভিনেতা। এরপর ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন অনুপম শ্যাম (Anupam Shyam)। রবিবার একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। 

অনুপম শ্যামের মৃত্যু সংবাদ জানান বন্ধু যশপাল শর্মা (Yashpal Sharma)। তিনি জানান, ''শ্যাম তার দুই ভাই অনুরাগ এবং কাঞ্চনের উপস্থিতির মধ্যে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমিও তখন হাসপাতালেই ছিলাম।''

আরও পড়ুন-বিয়ের ৮ মাস পার, Goa-তে half yearly honeymoon-এ গৌরব-দেবলীনা

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুুগছিলেন অনুপম শ্যাম (Anupam Shyam)। গত বছর জুলাই মাসে অভিনেতা নিজেই জানিয়েছিলেন , তাঁকে হাসপাতালে বারবার ডায়ালিসিস করতে যেতে হচ্ছে, যার খরচ সামলাতে হিমসিম খেতে হচ্ছে তাঁর পরিবারকে। এজন্য ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন অভিনেতা। পাশে দাঁড়িয়েছিলেন তাঁর বেশকিছু বন্ধু-বান্ধব। বিষয়টি সোনু সুদের (Sonu Sood) কানে যাওয়ার পর তিনিও অনুপম শ্যাম (Anupam Shyam)-এর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।  মুম্বইয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরাও অভিনেতার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু শেষরক্ষা হল না, বাঁচানো গেল না অভিনেতাকে। রবিবার রাত আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনুপম শ্যাম। তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর।

 ১৯৯৬ সালে শ্যাম বেনেগালের (Shyam Benegal) 'সর্দারি বেগম' ছবির হাত ধরে অভিনয় জীবনে আসেন অনুপম শ্যাম। এরপর 'দিল সে' , 'জখম', 'শ্যাম দস্তক', 'সত্যা সংগ্রাম', 'লগান'’, 'নায়ক', 'শক্তি', 'পাপ', 'স্লামডগ মিলিয়নিয়ার'-এর মতো ছবিতেও দর্শক তাঁর অভিনয়ের জাদু দেখেছে। ছোটপর্দায়, 'মন কি আওয়াজ প্রতীজ্ঞা' ছাড়াও অনুপম শ্যামকে দেখা গিয়েছে 'রিসতে', 'ডোলি আরমানো কি', 'কৃষ্ণা চলি লন্ডন'-এর মতো ধারাবাহিকে। সম্প্রতি 'ঠাকুর সজ্জন সিং' -নামেই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন অনুপম শ্যাম (Anupam Shyam)।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.