ফের মৃত্য়ু বলিউডে, চলে গেলেন 'জিন্দগি ক্যায়সি হ্য়ায় পহেলি'-র গীতিকার যোগেশ গউর
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![ফের মৃত্য়ু বলিউডে, চলে গেলেন 'জিন্দগি ক্যায়সি হ্য়ায় পহেলি'-র গীতিকার যোগেশ গউর ফের মৃত্য়ু বলিউডে, চলে গেলেন 'জিন্দগি ক্যায়সি হ্য়ায় পহেলি'-র গীতিকার যোগেশ গউর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/05/29/252630-yogesh.jpg)
নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন বলিউডের অন্যতম গীতিকার যোগেশ গউর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। কাহি দূর যব দিন ঢল যায়ে, জিন্দগি ক্যায়সি হ্যায় পহেলি হায়-সহ একাধিক কালযয়ী গানের গীতিকার তিনি।
১৯৪৩ সালের ১৯ মার্চ উত্তরপ্রদেশের লখনউতে জন্ম হয় যোগেশ গউরের। এরপর টেলিভশন জগতে হাতেখড়ি হয় তাঁর। ধারাবাহিকের স্ক্রিপ্ট লেখা শুরু করেন তিনি। এরপর বলিউডে হাজির হয়ে একের পর এক কালযয়ী গানের সৃষ্টি করেন তিনি।
যোগেশ গউরের মৃত্যুতে শুক্রবার শোক প্রকাশ করেন লতা মঙ্গেশকর। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারে শোক প্রকাশ করেন তিনি। যোগেশ গউরের মৃত্যুতে তিনি শোকস্তব্ধ বলে মন্তব্য করেন সুর সম্রাজ্ঞী। যোগেশজি খুব ভাল মানুষ ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করেন লতা মঙ্গেশকর।