Padma Award 2022: পদ্মভূষণ পেলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়-উস্তাদ রাশিদ খান, 'এই সম্মান বাংলার শ্রোতাদের' জানালেন ধ্রুপদী সঙ্গীতশিল্পী
বাবা-মা ও গুরুকে এই সম্মান উৎসর্গ করলেন উস্তাদ রাশিদ খান
নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ঘোষণা করা হয় পদ্ম পুরস্কারের প্রাপকদের নাম। এবছর সেই তালিকায় রয়েছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়(Victor Banerjee)। পদ্মভূষণ সম্মান পেলেন এই বর্ষীয়ান অভিনেতা। পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ পেয়েছেন দুই বাঙালি। আরেকজন হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়াও শিল্পকলায় অবদানের জন্য পদ্ম সম্মান পাচ্ছেন ধ্রপদী সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান(Ustad Rashid Khan)।
কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বহু বছর পর আবারও বাংলা ছবিতে অভিনয় করছেন তিনি। তথাগত ভট্টাচার্যের আকরিক ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে সেই ছবিতে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সাতের দশকে সিনেমায় অভিনয় শুরু করেন ভিক্টর। দেশে বিদেশে সমাদৃত হয়েছে তাঁর ছবি। সত্যজিত রায়ের পরিচালনায় ঘরে বাইরে ও শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়াও তাঁর ছবি বিটার মুন, আ প্যাসেজ টু ইন্ডিয়া-তে খ্যাতির চূড়ায় পৌঁছান তিনি। এমনকি মঞ্চেও চুটিয়ে অভিনয় করেছেন। দ্য ডেজার্ট সং মঞ্চে তাঁর অন্যতম সেরা অভিনয়ের দষ্টান্ত।
আরও পড়ুন: Raj Chakraborty: টিটাগড়ে রাজ চক্রবর্তীর ওপর 'হামলা', অভিযোগ দুই স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে
পদ্মশ্রী পাওয়ার ১৬ বছর পর পদ্মভূষণ পেলেন রাশিদ খান। জি ২৪ ঘণ্টাকে সঙ্গীতশিল্পী জানান, 'বাংলা থেকেই আমি সব কিছু পেয়েছি। আমার খুব ভালো লাগছে, এটা আমার নয়, বাংলার সম্মান। শ্রোতারা আর সঙ্গীত এই সম্মান পেয়েছে। নিজের মা-বাবা, গুরুর কথা মনে পড়ছে। ওঁদের এই সম্মান আমি ডেডিকেট করব। এঁরা থাকলে খুব খুশি হতেন। স্ত্রী খুবই খুশি।' এই প্রজন্মের ধ্রুপদী সঙ্গীতশিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন,'এই প্রজন্মের সঙ্গীতশিল্পীরা ও শ্রোতারা ধ্রুপদী সঙ্গীত শুনছে। আশা করি ক্লাসিকাল গান নিয়ে আরও ভালো কাজ করবে এই প্রজন্মের শিল্পীরা। ওঁরা ভালো গান গাইছে।'