কান-জুরির বিদ্যালাভ
মুকুটে আরেকটি পালক। ২০১৩-র কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরির সদস্য হচ্ছেন বিদ্যা বালান। নক্ষত্র খচিত এই জুরির শীর্ষে রয়েছেন অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। এছাড়াও আছেন নিকোল কিডম্যান, অ্যাং লি, জাপানের নির্দেশক নাওমি কাওয়াসে, স্কটিশ পরিচালক লিন রামসি, রোমানিয়ার নির্দেশক ক্রিস্টিয়ান মানগুই, ফরাসি অভিনেতা, পরিচালক ড্যানিয়েল ওটাইওল এবনহ ক্রিস্তোফ ওয়ালৎস।
মুকুটে আরেকটি পালক। ২০১৩-র কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরির সদস্য হচ্ছেন বিদ্যা বালান।
নক্ষত্র খচিত এই জুরির শীর্ষে রয়েছেন অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। এছাড়াও আছেন নিকোল কিডম্যান, অ্যাং লি, জাপানের নির্দেশক নাওমি কাওয়াসে, স্কটিশ পরিচালক লিন রামসি, রোমানিয়ার নির্দেশক ক্রিস্টিয়ান মানগুই, ফরাসি অভিনেতা, পরিচালক ড্যানিয়েল ওটাইওল এবনহ ক্রিস্তোফ ওয়ালৎস।
আগামী মাসের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী এই চলচ্চিত্র উৎসব।
এই উৎসবের জুরি নির্বাচিত হয় সিনেমা জগতে অবদানের মাপকাঠিতে। তাই কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটের লাস্যময়ী অতিথির গণ্ডি পেড়িয়ে জুরি দলে বিদ্যার প্রবেশকে তাঁর অবদানের প্রতি কুর্নিশ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।