VIRAL VIDEO | Sanju Samson: 'ছেলের কেরিয়ার নষ্ট করল চারজন '! বিস্ফোরক সঞ্জুর বাবা, ওদিকে ছেলের চরম 'লজ্জার'...

Sanju Samson Father Video Goes Viral: সঞ্জু স্য়ামসনের বাবার ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে গেল! ওদিকে ছেলের মুখ পুড়ল  'ঐতিহাসিক লজ্জা'য়!  

Updated By: Nov 14, 2024, 02:25 PM IST
VIRAL VIDEO | Sanju Samson:  'ছেলের কেরিয়ার নষ্ট করল চারজন '! বিস্ফোরক সঞ্জুর বাবা, ওদিকে ছেলের চরম 'লজ্জার'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সঞ্জু স্য়ামসন (Sanju Samson) নিঃসন্দেহে দারুণ প্রতিভাবান ক্রিকেটার। এই নিয়ে কারোর মনে কোনও প্রশ্ন উঠতে পারে না। তবে বারবার প্রশ্ন উঠবে কেরল নায়কের ধারাবাহিকতা নিয়ে! আবার সেই প্রশ্নই উঠল... ওদিকে আবার সঞ্জ দলে সুযোগ না পেলে কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) নেটপাড়া গরম করেন। 

আরও পড়ুন: সিংহের দেশে ভয়ংকর গর্জন কেরল তারকার, ডারবান ঝড়ে তছনছ একের পর এক রেকর্ড! দেখুন ঝলকে

চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা চার ম্য়াচের টি-২০ সিরিজের শুরুতেই ডারবান দেখেছে সঞ্জু ঝড়। ৫০ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংসে সিংহের দেশে সিরিজের শুভারম্ভ করেছিলেন সঞ্জু । সঞ্জু প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেছিলেন! এর আগের ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে ৪৭ বলে ১১১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। স্যামসন প্রথম এশিয়ান এবং সামগ্রিক ভাবে বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরপর শতরান করেছিলেন। 

একাই সব আলো কেড়ে নিয়ে ফের আঁধারে সঞ্জু। পরপর আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি হাঁকিয়ে ব্য়াক-টু-ব্য়াক জোড়া আন্তর্জাতিক টি-২০ ম্য়াচে শূন্য় রানে ঘরে ফিরলেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ঐতিহাসিক লজ্জায় নাম জুড়ল তাঁর। চলতি বছর এই নিয়ে ভারতের উইকেটকিপার-ব্য়াটার এক-দু'বার নয় ৫ বার শূন্য় রানে ফিরলেন! জিম্বাবোয়ের রেগিস চাকাভা ২০২২ সালে এক বছরে পাঁচ বার শূন্য় রানে ফিরেছিলেন। তারপর দ্বিতীয় নাম সঞ্জু। যিনিও রেগিসের মতোই আইসিসি-র পূর্ণ সদস্য় দেশের ক্রিকেটার।

সঞ্জুকে নিয়ে চর্চার মাঝেই ভাইরাল হল সঞ্জুর বাবা বিশ্বনাথ শর্মার বিস্ফোরক ভিডিয়ো। এমনই এক ভিডিয়ো নেটপাড়ায় ঘুরছে। মালয়েলি এক মিডিয়াকে সঞ্জুর বাবা সাক্ষাত্‍কার দিয়েছিলেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, 'এই তিন-চার জন মিলে আমার ছেলের কেরিয়ায়ের ১০ বছর নষ্ট করে দিয়েছে। অধিনায়ক ধোনিজি, বিরাটজি, রোহিতজি যেমন রয়েছেন। তেমন রয়েছেন কোচ দ্রাবিড়জি। ওরা যতই আঘাত করুক না কেন, ও আরও শক্তিশালী হয়েই ফিরবে।' দেখা যাক এবার সঞ্জু কী করেন!

আরও পড়ুন: ৩৬০ দিন পর ১০ ওভার করলেন শামি! ফেরার মঞ্চে কেমন হল পারফরম্যান্স? কী অবস্থায় বাংলা!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

.