Vidya Balan | Bhool Bhulaiyaa 3: নাচতে নাচতেই মঞ্চে পপাত চ বিদ্যা! 'ডোন্ট কেয়ার', উঠেই মাধুরীর সঙ্গে...
Vidya Balan falls on stage: সম্প্রতি ছবির প্রচারে এই গানের সঙ্গে নাচতে দেখা যায় মাধুরী ও বিদ্যাকে। এদিকে নাচ করার সময় মঞ্চে পড়ে যান বিদ্যা। কিন্তু তাতেও বিন্দুমাত্র নজর না দিয়ে নাচের তালে বিষয়টি এড়িয়ে যান তিনি। বিদ্যা উঠে দাঁড়াতেই মাধুরী এসে কাঁধ রাখেন বিদ্যার কাঁধে।
![Vidya Balan | Bhool Bhulaiyaa 3: নাচতে নাচতেই মঞ্চে পপাত চ বিদ্যা! 'ডোন্ট কেয়ার', উঠেই মাধুরীর সঙ্গে... Vidya Balan | Bhool Bhulaiyaa 3: নাচতে নাচতেই মঞ্চে পপাত চ বিদ্যা! 'ডোন্ট কেয়ার', উঠেই মাধুরীর সঙ্গে...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/26/500444-vidya.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৭ সালে 'ভুলভুলইয়া'র প্রথম সিক্যুয়েল ফ্যানেদের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছিল। এবার ছবির তৃতীয় সিক্যুয়েল নিয়ে ব্যাপক উন্মাদনা। এবারে ছবির বিশেষ আকর্ষণ হিসাবে একফ্রেমে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে। ছবিতে ‘আমি যে তোমার’-এ গানে নাচতে দেখা যাবে তাঁদেরকে।
সম্প্রতি ছবির প্রচারে এই গানের সঙ্গে নাচতে দেখা যায় মাধুরী ও বিদ্যাকে। এদিকে নাচ করার সময় মঞ্চে পড়ে যান বিদ্যা। কিন্তু তাতেও বিন্দুমাত্র নজর না দিয়ে নাচের তালে বিষয়টি এড়িয়ে যান তিনি। বিদ্যা উঠে দাঁড়াতেই মাধুরী এসে কাঁধ রাখেন বিদ্যার কাঁধে। সেটাও নাচের মাঝে। দুজনের এই বিশেষ মুহূর্ত জিতে নিয়েছে সকলের মন। তাদের পারফরম্যান্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা হাততালি দিয়ে ভরিয়ে দেয় তাঁদের।
প্রসঙ্গত, ‘আমি যে তোমার ৩.০’ আমাল মালিকের সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। প্রথমবারের মতই রাজদরবারে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে বিদ্যাকে। তবে এইবারে তিনি একা নন, দেখা যাবে মাধুরীকে। দুজনের যুগলবন্দীতে মেতে উঠেছে সকলেই।
আরও পড়ুন:Alia Bhatt: আলিয়ার হাফ মুখ বোটক্স করাতে গিয়ে পক্ষাঘাতে বেঁকে গিয়েছে! ভয়ংকর চর্চায় নায়িকা অবশেষে...
আনিস বাজমি পরিচালিত 'ভুল ভুলাইয়া ৩' ট্রেলারেই বাজিমাত করেছে। 'ভুল ভুলাইয়া ২'-এর পর 'ভুল ভুলাইয়া ৩'-এও মুল ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। তবে এবারে ভুতুড়ে সেই রাজপ্রাসাদে আসল মঞ্জুলিকা কে? সেই রহস্যের সন্ধানে কার্তিক আরিয়ান এবং তাঁর সঙ্গে তৃপ্তি দিমরিও থাকছেন। তবে এবার কার্তিক আরিয়ানের সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে অক্ষয় ২০২৪ সালের দীপাবলিতে এটি মুক্তি পাবে। সব মিলিয়ে 'ভুল ভুলাইয়া ৩' সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। তবে এই সময় আরেকটি বিগ বাজেটের ছবিও মুক্তি পেতে চলেছে 'সিংহাম ৩'। তাই লড়াইটা জমজমাট হতে চলেছে তা বলাই যায়।
এবারের সিক্যুয়েলে চমকের পর চমক। সিনেমার টাইটেল ট্র্যাকের টিজার শেয়ার করে কার্তিক লেখেন, 'দিলজিৎ এবং পিটবুলের যুগলবন্দিতে রুহ বাবাকে চিনবেন বিশ্বের মানুষ ৷ যা খুব মজাদার হতে চলেছে ৷' এরপরই দেখা গিয়েছে গানের চেনা সুর ব্যাকগ্রাউন্ডে বাজছে, তাতে গলা মেলাচ্ছেন পিটবুল ও দিলজিৎ ৷ গানের তালে চেনা মেজাজে রুহবাবা৷
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)