প্রতিবাদে আছেন তবে জাতীয় পুরষ্কার ফেরাবেন না বিদ্যা

Updated By: Oct 30, 2015, 10:47 AM IST
প্রতিবাদে আছেন তবে জাতীয় পুরষ্কার ফেরাবেন না বিদ্যা

ওয়েব ডেস্ক: অনুপম খেরের পথেই বিদ্যা বালন। প্রতিবাদ জানিয়ে জাতীয় পুরস্কার ফেরাতে চাননা অভিনেত্রী। তাঁর যুক্তি, দেশ তাঁকে এই স্বীকৃতি দিয়েছে, সরকার নয়।

দু হাজার বারো সালে ডার্টি পিকচার ছবির জন্য জাতীয় পুরস্কার পান বিদ্যা বালন। বলিউড তারকা বিদ্যা জানিয়েছেন, ভবিষ্যতে রাজনীতিতে আসার কোনও ইচ্ছাই নেই তাঁর। ইতিমধ্যেই দেশজোড়া অসহিষ্ণুতা ও এফটিআইআই প্রসঙ্গে কেন্দ্রের নীরবতার প্রতিবাদ জানিয়ে পুরস্কার ফিরিয়ে দিয়েছেন দিবাকর ব্যানার্জি, আনন্দ পট্টবর্ধনের মতো সিনেমা জগতের দশজন নক্ষত্র।

বিদ্যা বালানের বক্তব্যে সহমত রয়েছে বাঙালি পরিচালক কৌশিক গাঙ্গুলীরও। তাঁরও মতে, প্রতিবাদের ভাষা আলাদা হতে পারে, তবে তা জাতীয় সম্মান ফিরিয়ে নয়।

.