নিজস্ব প্রতিবেদন: মুক্তি আগে থেকেই বিতর্ক ছিল। মুক্তির পর সেই বিতর্ক আরও বেড়েছে। কিন্তু প্রতিদিনই রেকর্ড ব্রেকিং সাফল্য পাচ্ছে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীরি ফাইলস' (The Kashmir Files) ছবিটি। কিন্তু জানেন কি, এই ছবির সঙ্গে যুক্ত রয়েছে আরও একটি তথ্য। 

জানা গিয়েছে, কোনও কাট ছাড়াই সেন্সর বোর্ডের (CBFC) ছাড়পত্র পেয়েছে কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্য়া'র উপর নির্মিত 'দ্য কাশ্মীরি ফাইলস' (The Kashmir Files)। ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) জাতীয় মুখপাত্র সাকেট গোখলে (Saket Gokhale)। তিনি লেখেন, "দ্য কাশ্মীরি ফাইলস নিয়ে সেন্সর বোর্ডের তথ্য দেখছিলাম। কী দেখলাম জানেন? কোনও কাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে দ্য কাশ্মীরি ফাইলস। এটা অভূতপূর্ব বিষয়। এবার বিষয়টা বুঝুন: বিবেক অগ্নিহোত্রী, যিনি এই ছবিটি তৈরি করেছেন, তিনি সেন্সর বোর্ডে রয়েছেন। এর সঙ্গে বিজেপি শাসিত বহু রাজ্যে ছবিটিকে করমুক্ত করা হয়েছে এবং অনেক রাজ্য সরকার কর্মীদের ছবিটি দেখার জন্য ছুটিও দিচ্ছে। আসলে গোটাটাই বিজেপি এবং মোদী সরকারের একটা প্রচারমূলক ছবি। কাশ্মীরি পণ্ডিতদের আবেগ ও দুঃখকে ব্যবহার করে ঘৃনা ছড়ানো হয়েছে এবং সাম্প্রদায়িকতা তৈরি করা হয়েছে। যা বিজেপির একমাত্র উদ্দেশ্য।"  

দ্য কাশ্মীরি ফাইল' (The Kashmir Files) ছবিটির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ছবিটিতে সত্য উন্মোচিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। অপর দিকে 'দ্য কাশ্মীরি ফাইল' (The Kashmir Files)-এর কড়া সমালোচনা করেন সমাজবাদী পার্টির নেতা অভিলেশ যাদব (Akhilesh Yadav took)। বিজেপিকে কটাক্ষ করে তিনি জানান, 'দ্য কাশ্মীরি ফাইল' (The Kashmir Files) ছবিটি তৈরি হলে, 'লখিমপুর ফাইলস'ও তৈরি হতে পারে। ছবিটির বিরুদ্ধে সরব হয়েছেন ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। 

১৯৯০-তে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া 'গণহত্যা'কে কেন্দ্র করে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবিটি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ছবিটিতে অভিনয় করেছেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো অভিনেতারা। ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)।   

আরও পড়ুন: Watch: সোশ্যালে ফাঁস রণবীর-শ্রদ্ধার আগামী ছবির নাচের দৃশ্য! উল্কার গতিতে ছড়াচ্ছে ভিডিও

আরও পড়ুন: Tonic: বড়পর্দায় সাফল্য, ঝুলিতে পুরস্কারের পর দর্শকের ড্রয়িংরুমে দেবের 'টনিক'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Vivek Agnihotri's The Kashmir Files was passed by CBFC with zero cuts, TMC spokesperson Saket Gokhale shared a post on Instagram
News Source: 
Home Title: 

কোনও কাট ছাড়াই সেন্সরের ছাড়পত্র! 'BJP-র প্রচারই উদ্দেশ্য', 'দ্য কাশ্মীরি ফাইলস'-কে তোপ TMC নেতার

The Kashmir Files: কোনও কাট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র! 'BJP-র প্রচারই উদ্দেশ্য', 'দ্য কাশ্মীরি ফাইলস'-কে তোপ TMC নেতার
Yes
Is Blog?: 
No