অবহেলিত মেয়েদের কম্পিউটার দিলেন বিবেক ওবেরয়

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়কে বরাবরই বহু দুস্থ, অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো, রক্তদানের মতো নোবেল কাজ করতে দেখা গিয়েছে। এবারও তিনি এরকমই একটি কাজ করলেন। মথুরার অবহেলিত মেয়েদের পড়াশোনায় উন্নতির জন্য তাদের কম্পিউটার দান করলেন। এই প্রসঙ্গে অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছেন, মেয়েদের পড়াশোনায় উন্নতির জন্য প্রযুক্তির সাহায্য খুবই প্রয়োজনীয়। সে জন্য কম্পিউটার খুবই দরকারি। ভবিষ্যতে যাতে তারা আরও উন্নতি করতে পারে, সেই কারণেই তাদের কম্পিউটার দেওয়ার পরিকল্পনা তিনি করেন। তিনি এভাবেই দুস্থ, অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে চান। বিবেক আরও বলেন, সমাজে মেয়েরাও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেজন্য তিনি আরও সাহায্য করতে চান।

Updated By: Jul 31, 2016, 04:01 PM IST
অবহেলিত মেয়েদের কম্পিউটার দিলেন বিবেক ওবেরয়

ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা বিবেক ওবেরয়কে বরাবরই বহু দুস্থ, অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো, রক্তদানের মতো নোবেল কাজ করতে দেখা গিয়েছে। এবারও তিনি এরকমই একটি কাজ করলেন। মথুরার অবহেলিত মেয়েদের পড়াশোনায় উন্নতির জন্য তাদের কম্পিউটার দান করলেন। এই প্রসঙ্গে অভিনেতা বিবেক ওবেরয় জানিয়েছেন, মেয়েদের পড়াশোনায় উন্নতির জন্য প্রযুক্তির সাহায্য খুবই প্রয়োজনীয়। সে জন্য কম্পিউটার খুবই দরকারি। ভবিষ্যতে যাতে তারা আরও উন্নতি করতে পারে, সেই কারণেই তাদের কম্পিউটার দেওয়ার পরিকল্পনা তিনি করেন। তিনি এভাবেই দুস্থ, অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে চান। বিবেক আরও বলেন, সমাজে মেয়েরাও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেজন্য তিনি আরও সাহায্য করতে চান।

.