নতুন বছরে ভূমির বিকিনি ছবিতে মজলেন নেটিজেনরা

বন্ধুদের সঙ্গে বেড়াতে যান ভূমি পেদনেকর 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 2, 2020, 04:04 PM IST
নতুন বছরে ভূমির বিকিনি ছবিতে মজলেন নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদন : বলিউডের অন্য সেলেবদের মতো এক্কেবারে নিজের ধুনে নতুন বছরকে শুভেচ্ছা জানালেন (Bhumi Pednekar) ভূমি পেদনেকর৷ সুবজ রঙের বিকিনি পরে ভূমির সমুদ্র স্নান ইতিমধ্যেই বাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

আরও পড়ুন : বিয়ের আগে পাড়ি দিলেন নিউ ইয়র্কে, মার্কিন মুলুকে একসঙ্গে থাকছেন রণবীর, আলিয়া!
দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

জানা যাচ্ছে, বছর শেষে বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়েন ভূমি পেদনেকর৷ বেড়াতে গিয়েই সবুজ রহের বিকিনি পরে ক্যামেরার সামনে আসেন পতি পত্নী অউর ও-খ্যাত (Actor) অভিনেত্রী৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন ভূমি৷ টয়লেট-এক প্রেম কথা-র অভিনেত্রী ভূমি পেদনেকরের সেই ছবি প্রকাশ্যে আসতেই ঝড় উঠতে শুরু করে ইন্টারনেটে৷ 

আরও পড়ুন  : বছরের শুরুতে বন্ধুকে চুম্বন, ভাইরাল জনপ্রিয় অভিনেত্রীর ছবি
দেখুন সেই ভিডিয়ো...

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

সম্প্রতি পরপর একাধিক সিনেমায় অভিনয় করেন ভূমি পেদনেকর৷ যার মধ্যে রয়েছে বালা, ষান্ড কি আখ এবং হালফিলের পতি পত্নী অউর ও৷
দম লাগাকে হাইশা দিয়ে বলিউডে পা রাখেন ভূমি পেদনেকর৷ এই সিনেমায় আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি৷ এরপর শুভ মঙ্গল সাবধান, টয়লেট-এক প্রেম কথা, সোনচিড়িয়া অন্যতম৷ 

.