বন্ধ হয়ে গেল কাপুর বাড়ির ঐতিহ্যশালী গণেশ পুজো
বন্ধ হয়ে গেল কাপুর বাড়ির ৭০ বছরের পুজো
নিজস্ব প্রতিবেদন: শিগগির নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। নিউ ইয়র্ক থেকে মুম্বইতে ফিরে পরিবারের সঙ্গেই কাটাবেন গণেশ চতুর্থী। সম্প্রতি এমনই জানান ঋষি কাপুর কিনতু কাপুর পরিবারে নাকি এবার গণেশ পুজোই হচ্ছে না?
আরও পড়ুন : হিমেশ রেশমিয়ার সঙ্গে ফের নতুন গানের রেকর্ড করলেন রানু, শুনুন
গণেশ পুজো নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হয় রণধীর কাপুরকে। তিনি বলেন, আর কে স্টুডিয়ো বিক্রি করে দেওয়া হয়েছে। আর কে স্টুডিয়ো যেহেতু আর নেই, তাই গণেশ পুজো এবার কোথায় হবে? রাজ কাপুর প্রায় ৭০ বছর আগে আর কে স্টুডিয়োতে গণেশ পুজো শুরু করেন। সেই থেকে চলছিল ঐতিহ্যের পুজো কিনতু এখন স্টুডিয়োই আর নেই। সেই কারণে পুজো হবে কোথায়? জায়গার অভাবের জন্যই কাপুর পরিবারের ঐতিহ্যশালী গণেশ পুজো এবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানান রণধীর কাপুর।
আরও পড়ুন : লাল গাউনে ঐশ্বর্য, আচমকা কেন মই ধরে ঝুলে পড়লেন বচ্চন ঘরণী!
প্রত্যেক বছর ধুমধাম করে গণেশ পুজোর আয়াজন করা হয় কাপুর পরিবারে। গণেশ পুজোর পর বিসর্জনেও বজায় রাখা হয় সেই একই ধারা। রণধীর কাপুর, ঋষি কাপুর, রণবীর কাপুর, করিশ্মা কাপুর, করিনা কাপুররা স্বপরিবারে সবাই জড়ো হন কাপুর বাড়িতে। প্রসঙ্গত, রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থের অভাবের জন্যই আর কে স্টুডিয়ো বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানানো হয় কাপুর পরিবারের তরফে।