হিমেশ রেশমিয়ার সঙ্গে ফের নতুন গানের রেকর্ড করলেন রানু, শুনুন
নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন হিমেশ
![হিমেশ রেশমিয়ার সঙ্গে ফের নতুন গানের রেকর্ড করলেন রানু, শুনুন হিমেশ রেশমিয়ার সঙ্গে ফের নতুন গানের রেকর্ড করলেন রানু, শুনুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/30/206365-mandal-ranu.jpg)
নিজস্ব প্রতিবেদন: 'ইন্টারনেট সেনসেশন' রানু মণ্ডল ফের উঠে এলেন খবরের শিরোনামে। হিমেশ রেশমিয়ার সঙ্গে 'তেরি মেরি কাহানি'-র পর এবার 'আদত' নামে আরও একটি গান রেকর্ড করলেন রানু মণ্ডল। ইতিমধ্যেই রানুর সেই গানের প্রথমাংশ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন হিমেশ রেশমিয়া।
আরও পড়ুন : ছাদ থেকে ঝাঁপ, আত্মহত্যা করলেন উঠতি অভিনেত্রী
শুনুন রানু মণ্ডলের সেই গান...
এদিকে হিমেশ রেশমিয়ার সিনেমায় গানের পর সলমন খানের 'দাবাং থ্রি'-তেও এবার রানু মণ্ডলকে গানের প্রস্তাব দেওয়া হয় বলে খবর। পাশাপাশি রানু মণ্ডলকে মুম্বইতে ৫৫ লক্ষের একটি ফ্ল্যাটও সলমন খান উপহার দেন বলে খবর। সেই সঙ্গে রানু মণ্ডলকে এবারের বিগ বসের সিজনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও শোয়ের নির্মাতারা এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন : মুম্বইতে বলি অভিনেতা ফারদিন খানের বাড়িতে ছিলেন রানু
অন্যদিকে বলিউডের পরিচালক, অভিনেতা ফিরোজ খানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন বলে একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জানান রানু মণ্ডল। ফিরোজ খান, তাঁর ছেলে ফারদিন খান এবং ভাই সঞ্জয় খানের দেখভাল করতেন বলেও জানান রানু।