Koffee With Karan: 'কফি উইথ করণ' নিয়ে কবে ফিরছেন? উত্তর দিলেন করণ জোহর
কী বললেন অভিনেতা?
![Koffee With Karan: 'কফি উইথ করণ' নিয়ে কবে ফিরছেন? উত্তর দিলেন করণ জোহর Koffee With Karan: 'কফি উইথ করণ' নিয়ে কবে ফিরছেন? উত্তর দিলেন করণ জোহর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/04/374582-karan-johar.jpg)
নিজস্ব প্রতিবেদন: 'কফি উইথ করণ' (Koffee With Karan)-এর পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করছেন? ভাবছেন, নতুন সিজন নিয়ে কবে টেলিভিশনের পর্দায় ফিরবেন প্রযোজক তথা পরিচালক তথা অভিনেতা? তাহলে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে।
জানা গিয়েছে, 'কফি উইথ করণ' (Koffee With Karan)-এর নয়া সিজনের আপাতত টেলিভিশনে ফেরার কোনও সম্ভাবনা নেই। করণ জোহর (Karan Johar) নিজেই জানিয়েছেন একথা। সোশ্যাল মিডিয়ায় পরিচালক-প্রযোজন লিখেছেন, "বহু বছর ধরে 'কফি উইথ করণ' আমার জীবনের সঙ্গী, ছ'টা সিজন হয়ে গিয়েছে। আশা করি, পপ সংস্কৃতিতে আমি একটা প্রভাব ফেলতে পেরেছি। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 'কফি উইথ করণ' আর টেলিভিশনে ফিরছে না।"
স্বভাবতই এই খবরে নেটিজেনদের একাংশ অত্যন্ত দুঃখ পেয়েছেন। সোফিয়া চৌধুরী, ভূমি পেডনেকরের মতো অভিনেতারা প্রতিক্রিয়া দিয়েছেন। শোনা যাচ্ছে, ওটিটি-তে শো'টি নিয়ে আসবেন নির্মাতারা।