অনুষ্কার কপালে কেন সিঁদুর পরানো হল? জোর সমালোচনা

অনুষ্কা নিজে কোনও মন্তব্য করেননি 

Edited By: জয়িতা বসু | Updated By: Nov 20, 2020, 06:58 PM IST
অনুষ্কার কপালে কেন সিঁদুর পরানো হল? জোর সমালোচনা
অনুষ্কার সেই ছবি

নিজস্ব প্রতিবেদন: দীপাবলি উপলক্ষ্যে সাদা রঙের সালওয়ার কামিজ পরে ছবি শেয়ার করেন অনুষ্কা শর্মা। বেবি বাম্প নিয়ে অনুষ্কার সেই ছবি প্রাকশ্যে আসতেই, সামাজিক মাধ্যমে ভিড় জমান তাঁর অনুরাগীরা। সাদা রঙের পশাকে ভূয়ষী প্রশংসা করা হয় বিরাট-ঘরণীকে।

আরও পড়ুন : ভাগ্নীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন প্রভুদেবা? লুকিয়ে কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা?

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

অনুষ্কার সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়ানোর পর একটি ইউটিউব চ্যানেলে তা প্রকাশ করা হয়। যেখানে অনুষ্কার ওই পোশাকের সঙ্গে কপালে সিঁদুর যোগ করা হয়। যা দেখে নেট জনতার একাংশের মধ্যে শুরু হয়ে যায় জোর চর্চা। অনুষ্কার কপালে কেন নতুন করে সিঁদুর পরানো হয়েছে, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন। বিয়ের পর কে সিঁদুর পরবেন আর কে পরবেন না, তা সম্পূর্ণ কোনও মহিলার নিজস্ব বিষয়। জোর করে কখনও কাউকে সিঁদুর পরানো উচিত নয় বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে।

দেখুন...

 

প্রসঙ্গত আইপিএল চলাকালীন বিরাট কোহলির সঙ্গে দুবাইতেই ছিলেন অনুষ্কা শর্মা। দুবাইতে গিয়ে গ্যালারিতে বসে একের পর এক ছবি শেয়ার করেন অভিনেত্রী।

.