অধীর চৌধুরী

অধীর চৌধুরী

Updated By: Apr 7, 2014, 10:38 AM IST

রাজ্যে ধুঁকতে থাকা কংগ্রেসের এখন তিনি সেনাপতি। ভোটের ঠিক আগে প্রদীপ ভট্টাচার্যকে সরিয়ে রাহুল গান্ধী তাঁকে রাজ্যে দলের দায়িত্ব নিয়েছেন। এরপরই রাজ্যে নতুন এক সমীকরণ এসেছে। মুশির্দাবাদের মুকুটহীন রাজা রাজ্যের ভোট ময়দানে কতটা ছাপ ফেলতে পারেন সেটাই দেখার।

পদ-প্রদেশ কংগ্রেস সভাপতি
কেন্দ্র-বহরমপুর
কোথায় আলাদা-ভাল সংগঠক,কাজ করার সুযোগ পেলেই সেটা কাজে লাগান, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন।
কোন কোন বিষয়ে এগিয়ে-মুশির্দাবাদ, মালদহতে এগিয়ে। উত্তরবঙ্গে দলকে লড়াই রেখেছেন। পুরুলিয়া,ঘাটালের মত কেন্দ্রেও শাসক দলকে চাপে রেখেছেন।
কী কী বিষয়ে চিন্তায় থাকবেন-দলের ভাঙন, প্রার্থী বাছাইয়ে অযথা দেরী, গোষ্ঠীদ্বন্দ্ব

.