রাজ্যে চতুর্থ দফার ভোটে রিগিং ও সন্ত্রাসের অভিযোগ, ভি সম্পতকে চিঠি অধীরের, মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা বাম প্রতিনিধিদের

রাজ্যে চতুর্থ দফার ভোটেও ব্যাপক রিগিং ও সন্ত্রাসের অভিযোগ করল কংগ্রেস। বুধবার রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ``চতুর্থ দফার ভোটেও বিভিন্ন জায়গায় ব্যাপক রিগিং ও সন্ত্রাস হয়েছে। সবচেয়ে বেশি সন্ত্রাস ও রিগিং হয়েছে আসানসোলে। এই দফাতেও দায়িত্ব পালনে ব্যর্থ নির্বাচন কমিশন। এবারও সঠিক ভূমিকা পালন করতে পারেননি কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশ। আসানসোলে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। সন্ত্রাস ও রিগিংয়ের অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পতকে চিঠি দিচ্ছি। ``

Updated By: May 8, 2014, 09:16 AM IST

রাজ্যে চতুর্থ দফার ভোটেও ব্যাপক রিগিং ও সন্ত্রাসের অভিযোগ করল কংগ্রেস। বুধবার রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ``চতুর্থ দফার ভোটেও বিভিন্ন জায়গায় ব্যাপক রিগিং ও সন্ত্রাস হয়েছে। সবচেয়ে বেশি সন্ত্রাস ও রিগিং হয়েছে আসানসোলে। এই দফাতেও দায়িত্ব পালনে ব্যর্থ নির্বাচন কমিশন। এবারও সঠিক ভূমিকা পালন করতে পারেননি কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশ। আসানসোলে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। সন্ত্রাস ও রিগিংয়ের অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পতকে চিঠি দিচ্ছি। ``

রাজ্যে চতুর্থ দফার ভোটে ব্যাপক সন্ত্রাস ও রিগিংয়ের অভিযোগ জানিয়ে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পতের সঙ্গে দেখা করল বাম প্রতিনিধি দল। বুধবার সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। ভি এস সম্পতের কাছে তিনশো একটি বুথে রিগিং ও সন্ত্রাসের অভিযোগ জানিয়েছে বামেরা। পুনর্নির্বাচনের পাশাপাশি ভি এস সম্পতকে গোটা ঘটনা খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তাঁরা।

.