রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক ও আধিকারিকের অপসারণ দাবি বিমান বসুর

বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তার অপসারণ দাবি করলেন বিমান বসু। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে চিঠি পাঠিয়ে এঁদের অপসারণ দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিক তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। রাজ্যে তৃতীয় দফার নির্বাচনের পরে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের অপসারণ চাইল বামফ্রন্ট। এঁদের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে বৃহস্পতিবার বিমান বসু বলেন, নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ।

Updated By: May 1, 2014, 11:47 PM IST

বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তার অপসারণ দাবি করলেন বিমান বসু। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে চিঠি পাঠিয়ে এঁদের অপসারণ দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিক তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। রাজ্যে তৃতীয় দফার নির্বাচনের পরে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের অপসারণ চাইল বামফ্রন্ট। এঁদের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে বৃহস্পতিবার বিমান বসু বলেন, নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ।

বিশেষ পর্যপেক্ষকের ভূমিকার তীব্র সমালোচনা করে বিমান বসু বলেন তৃতীয় পর্বের নির্বাচন শেষ হওয়ার আগেই সাংবাদিক বৈঠক করে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছে বলে দাবি করেন সুধীর কুমার রাকেশ। বিমান বসুর দাবি, তাঁর এই বক্তব্য পূর্ব পরিকল্পিত। প্রতিশ্রুতিমত কোনও ব্যবস্থাই নির্বাচন কমিশন তৃতীয় দফার ভোটে করেনি বলে অভিযোগ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান।

কেন অপসারণ চাইছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন বিমান বসু। তাঁর মতে শাসকদলের স্বার্থ রক্ষা করতেই তৃতীয় দফার ভোটে নিরপেক্ষ থাকতে পারেনি নির্বাচন কমিশন। এভাবে ভোট হলে আগামী দিনে পথে নামারও হুমকি দিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান।

.