ভোট চেয়ে বাড়ি বাড়ি পোস্টকার্ড প্রার্থী বিজেপি প্রার্থী

জন্মদিনের শুভেচ্ছা নয়। বিয়ের নিমন্ত্রণও নয়। জেলার বিভিন্ন প্রান্তে তাঁর প্রার্থী হওয়ার বার্তা জানিয়ে পৌছে যাচ্ছে পোস্টকার্ড। পেশায় চিকিতসক সুভাষ সরকার এবার বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী। তাঁর হাতেই জন্ম নিয়েছে প্রায় ৬ হাজার শিশু। সেই সব শিশুদের অনেকেই আজ প্রাপ্তবয়স্ক। সবাইকেই পোস্টকার্ডে তাঁর প্রার্থী হওয়ার বার্তা পৌছে দিচ্ছেন ডাক্তারবাবু।

Updated By: Apr 13, 2014, 07:51 PM IST

জন্মদিনের শুভেচ্ছা নয়। বিয়ের নিমন্ত্রণও নয়। জেলার বিভিন্ন প্রান্তে তাঁর প্রার্থী হওয়ার বার্তা জানিয়ে পৌছে যাচ্ছে পোস্টকার্ড। পেশায় চিকিতসক সুভাষ সরকার এবার বাঁকুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী। তাঁর হাতেই জন্ম নিয়েছে প্রায় ৬ হাজার শিশু। সেই সব শিশুদের অনেকেই আজ প্রাপ্তবয়স্ক। সবাইকেই পোস্টকার্ডে তাঁর প্রার্থী হওয়ার বার্তা পৌছে দিচ্ছেন ডাক্তারবাবু।

পেশায় স্ত্রী রোগ বিশেষজ্ঞ সুভাষ সরকার এবারের লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী। জেলার প্রায় সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এমন সব মা, যাঁদের সন্তান পৃথিবীর আলো দেখেছে ডাক্তার সরকারের হাতেই। তেমন অনেক শিশুই এখন প্রাপ্তবয়স্ক। তাঁদের সবারই রয়েছে ভোটাধিকার। এঁদের প্রত্যেকের সঙ্গেই যোগাযোগের মাধ্যম হিসেবে ডাক্তারবাবু বেছে নিয়েছেন পোস্টকার্ড। নার্সিংহোমের রেজিস্টার দেখে প্রত্যেকের ঠিকানায় পৌছে দিচ্ছেন তাঁর প্রার্থী হওয়ার বার্তা।

তবে নিছক ভোট প্রচারের প্রয়োজনেই এমন উদ্যোগ নয়। চিকিতসক হিসেবে জীবন শুরুর সময় থেকেই অভ্যেসটা ছিল নিয়মিত ভাবে রোগীদের সঙ্গে যোগাযোগ রাখার। জন্মদিনে শুভেচ্ছা পাঠানোর । তবে এবার আর জন্মদিন নয়, প্রচারের ফাঁকে কার্যালয়ে বসেই প্রার্থী হওয়ার বার্তা দিয়ে হাজার হাজার চিঠি পাঠিয়ে চলেছেন চিকিতসক সুভাষ সরকার। ভোটের ময়দানে অন্যরকম এই উদ্যোগ তাই নজর কেড়েছে বাঁকুড়ার বাসিন্দাদের।

.