রাহুলকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন না বুকিরা
প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর ওপর আর বাজি ধরছেন না বুকিরা। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী রাজকোট, ইন্দোর ও আমেদাবাদের বুকিরা রাহুলের মধ্যে দেশের আগামী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন না।
প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর ওপর আর বাজি ধরছেন না বুকিরা। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী রাজকোট, ইন্দোর ও আমেদাবাদের বুকিরা রাহুলের মধ্যে দেশের আগামী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন না।
আগামী ১৬ মে প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল। তারপর কে হবেন দেশের প্রধানমন্ত্রী? এই প্রশ্নে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর দর যাচ্ছে ৪৫ টাকা। অর্থাত্ কেউ যদি মোদীর ওপর ১০০ টাকার বাজি ধরেন, মোদী প্রধানমন্ত্রী হলে তিনি জিতবেন ১৪৫ টাকা। এক মাস আগেও মোদীর দর প্রায় একই ছিল। অন্যদিকে, রাহুলের দর ছিল ৬-৭ টাকা, আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দর ৫০০-৫২৫ টাকা।
সাম্প্রতিক সমীক্ষা বলছে নির্বাচনে বিজেপি-এনডিএ জোট জিততে পারে ২৩০টি আসনে। কংগ্রেস পেতে পারে ১০০ আসন।