কেন্দ্র ভিত্তিক LIVE UPDATE: কোচবিহার
রেনুকা সিনহা- তৃণমূল কংগ্রেস দীপক কুমার রায়- ফরওয়ার্ড ব্লক কেশব রায়- কংগ্রেস
লড়াই কাদের মধ্যে-
রেনুকা সিনহা- তৃণমূল কংগ্রেস
দীপক কুমার রায়- ফরওয়ার্ড ব্লক
কেশব রায়- কংগ্রেস
চলছে রাজ্যের চার কেন্দ্রে ভোটগ্রহণ। দেশের পঞ্চম দফা ও রাজ্যের প্রথম দফার নির্বাচনে ভোট দিচ্ছে উত্তরবঙ্গের চার জেলা। দেখে নেব কোচবিহারের ভোট এক নজরে-
বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার: কোচবিহার - ৮১%, গড়ে ৮০% ভোট পড়েছে।
বিকাল ৪টা-কোচবিহারের ৩টি বিধানসভা কেন্দ্রে পুর্ননির্বাচনের বাম দাবি উড়িয়ে দিল নির্বাচন কমিশন
দুপুর ৩ টা- ভোটদানের হার দুপুর ৩টে পর্যন্ত- কোচবিহার ৬৯ শতাংশ।
দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার-- কোচবিহার-৫৯ শতাংশ
দুপুর ১২.৪৫- শীতলকুচি, নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণে ফের ভোটের দাবি জানিয়ে জেলাশাসকের অফিসের সামনে ধরনায় বামফ্রন্ট।
দুপুর ১২.১৫টা- রাজ্যে এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। জানালেন রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ। রাজনৈতিক দলগুলির থেকে যে যে অভিযোগ পাওয়া গিয়েছে, সবগুলিই জেলাশাসক ও পর্যবেক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দুপুর ১২টা- কোচবিহারে ভোটে শাসকদলের বিরুদ্ধে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ফরওয়ার্ড ব্লক। আজ মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল কুমার গুপ্তের কাছে অভিযোগ জানান ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব। দলের তরফে কোচবিহারের শীতলখুচি, নাটাবাড়ি ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রে পুনর্নিবাচনের দাবি জানানো হয়েছে।
সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার- কোচবিহারে-২১.৬৭ শতাংশ।
সকাল ৮.১৫-কোচবিহারে দুই ফরওয়ার্ড ব্লক এজেন্টকে মারধর। বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
শালবাড়িতে ৫ বাই ২৪৪ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বামেরা। প্রতিবাদ করায় সিপিআইএম কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তৃণমূল কর্মীদের। ঘটনায় তিনজন সিপিআইএম কর্মী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সকাল ৮.১৫টা- কোচবিহারের শীতলখুচিতে একাধিক বুথে বাম এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী দীপক কুমার রায়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
কোচবিহারের রামভোলা স্কুলে ভোটের ব্যবস্থাপনা নিয়ে নির্বাচন কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভোটাররা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বামেদের অভিযোগ, বিভিন্ন জায়গায় তাঁদের কর্মী-সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে।
সকাল ৮টা- দুটি বুথে ইভিএম বিভ্রাট। বিঘ্নিত ভোটগ্রহণ। সিতাইয়ে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হকুমাশাসকের কাছে অভিযোগ দায়ের।
সকাল ৭.৫০-BREAKING NEWS- তুফানগঞ্জ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ৬৬ নম্বর বুথে বাম এজেন্টকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হল। বামেদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি বাম এজেন্ট নৃপেন পাল।
সকাল ৭টা- শুরু হয়ে গেল ভোটগ্রহণ। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কোচবিহার কেন্দ্রে মোট প্রার্থী ১২ জন
মোট ভোটার ১৬,১১,৮১৫ জন
১৯৮৬ টি বুথে ভোট গ্রহণ চলছে
পুরুষ ভোটার সংখ্যা ৮৪৭৫০৮
মহিলা ভোটার সংখ্যা ৭৬৪৩০২
তৃতীয় লিঙ্গের ভোটার ৫