রাজ্যের প্রচার পর্ব, কার সম্ভাবনা কোথায় কত? সরেজমিনে ২৪ ঘণ্টা

# রাজ্যের কোন কেন্দ্রে কী হবে? কে হারবে কে জিতবে? কৌতুহলের অন্ত নেই। কিন্তু বহরমপুর কেন্দ্রে হিসেবটা ভিন্ন। সবাই জানেন জিতবে কে। তবু প্রচার ময়দানে পিছিয়ে নেই কোনও প্রার্থী। কংগ্রেস, আরএসপি, তৃণমূল কংগ্রেস, সব দলের প্রচার চলছে জোরকদমে। অধীরের গড়ে হানা দিতে বহরমপুরে বাম ও তৃণমূল কংগ্রেস, দু-পক্ষই হাজির হচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি।

Updated By: Apr 13, 2014, 10:15 PM IST

# রাজ্যের কোন কেন্দ্রে কী হবে? কে হারবে কে জিতবে? কৌতুহলের অন্ত নেই। কিন্তু বহরমপুর কেন্দ্রে হিসেবটা ভিন্ন। সবাই জানেন জিতবে কে। তবু প্রচার ময়দানে পিছিয়ে নেই কোনও প্রার্থী। কংগ্রেস, আরএসপি, তৃণমূল কংগ্রেস, সব দলের প্রচার চলছে জোরকদমে। অধীরের গড়ে হানা দিতে বহরমপুরে বাম ও তৃণমূল কংগ্রেস, দু-পক্ষই হাজির হচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি।

# মোদী হাওয়ায় আসানসোলে বিজেপির চোরা স্রোত। প্রচারেও ভাল সাড়া। অতএব আসানসোল বিজেপির দখলে। অন্তত বাবুল সুপ্রিয় এমনটাই মনে করেন। উদ্দীপ্ত বিজেপি কর্মীরাও। আসানসোল এফোঁড় ওফোঁড় করে প্রচার চলছে বিজেপির। তবে বিজেপির আত্মবিশ্বাসকে মোটেই পাত্তা দিচ্ছেন না তৃণমূল কংগ্রেস। খনি-এলাকা আসানসোলে তৃণমূলই ভাল ফল করবে, আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী দোলা সেন । তৃণমূল যাই দাবি করুক না কেন, ভোট কাটাকাটির জেরে আসানসোল আসন জয়ের আশায় বামেরাও।

# রবিবার হাওড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার করল বিজেপি, তৃণমূল, কংগ্রেস সবপক্ষই। ভোরের প্রচারে সরাসরি ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে হাজির হয়েছিলেন কংগ্রেস প্রার্থী মনোজ পাণ্ডে। মর্নিংওয়ার্কে আসা সকলের কাছেই তাঁকে সমর্থন করার জন্য আবেদন জানান তিনি। শিবপুরের বিভিন্ন এলাকা সহ দানেশ শেখ লেনে জোরদার প্রচার অভিযান চালালেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা ভোটে হাওড়ায় প্রার্থী দেয়নি বিজেপি। সেবার তৃণমূল জিতেছিল মাত্র সাতাশ হাজার ভোটে। এবার ভোটে হাওড়ায় বিজেপির তারকা প্রার্থী জর্জ বেকার। ফলে ভোট কাটাকাটি নিয়ে আশঙ্কা থাকছেই। প্রচারে আক্রমণাত্মক মেজাজেই বিজেপি প্রার্থী। আজ তৃণমূল নেতা অরুপ রায়ের বাড়িতে গিয়ে দলের হয়ে ভোট চাইলেন তিনি।

# রবিবাসরীয় প্রচারে ভাঙড়ে রোড শো করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুগত বসু। ভাঙড় এলাকার বাসিন্দাদের কাছে সুগত বসুকে পরিচিতি করাতে অভিনব কৌশল কাজে লাগান তৃণমূল কর্মী সমর্থকেরা। দলের কর্মী-সমর্থকেরা সুগত বসুর মুখোশ পরে প্রচারে নামেন। জাগুলগাছি থেকে বাগান আইট এলাকা পর্যন্ত পায়ে হেঁটেই প্রচার সারেন সুগত বসু। এদিন প্রচারে তাঁর সঙ্গী ছিলেন দলে আরাবুল বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত কাইজার ও তাঁর অনুগামীরা।

# চায়ের পাতার রাজনীতি, আদিবাসী সমাজের দুর্দশা, বাম শিবিরে ভাঙন থেকে তৃণমূলের উত্থান। ভোটের আগে আলিপুরদুয়ারে ফ্যাক্টর সব কিছুই।

.