মুখ্যমন্ত্রীর যাত্রাপথে বিস্ফোরক, আটক ৫ সিপিআইএম কর্মী, দুষ্কৃতী হামলায় মৃত বাম কর্মী, অভিযোগ তৃণমূলের দিকে

মালদায় হোটেলের ঘরে আগুন লাগার পর এবার বীরভূমে মুখ্যমন্ত্রীর যাত্রাপথে উদ্ধার হল বিস্ফোরক। বীরভূমের সিউড়িতে সভা ছিল মুখ্যমন্ত্রীর। নলহাটিতে সভা সেরে হেলিকপ্টারে করে সিউড়ির উদ্দেশে রওনা তিনি। সেই পথেই মেলে বিস্ফোরক। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ৫ জনই সিপিআইএমেক কর্মী সমর্থক।

Updated By: Apr 18, 2014, 11:38 PM IST

মালদায় হোটেলের ঘরে আগুন লাগার পর এবার বীরভূমে মুখ্যমন্ত্রীর যাত্রাপথে উদ্ধার হল বিস্ফোরক। বীরভূমের সিউড়িতে সভা ছিল মুখ্যমন্ত্রীর। নলহাটিতে সভা সেরে হেলিকপ্টারে করে সিউড়ির উদ্দেশে রওনা তিনি। সেই পথেই মেলে বিস্ফোরক। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ৫ জনই সিপিআইএমেক কর্মী সমর্থক।

তৃণমূল কর্মী, সমর্থকরা মিছিল করে সিউড়ি ঢুকছিলেন। সিউড়ি-বোলপুর রোডে একটি ব্রিজের নীচে ওইসময় নীল রঙের তার দেখতে পান তৃণমূল কর্মী, সমর্থকরা। কিছুটা এগিয়ে তারা দেখেন কাপড়ে মোড়া একটি বস্তু রয়েছে। সঙ্গে সঙ্গেই স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। রাস্তা থেকে জিলেটিন স্টিক ও ব্যাটারি উদ্ধার করা হয়। দলের কর্মীদের আটক করার খবর পেয়ে সিউড়ি থানায় গিয়েছেন স্থানীয় সিপিআইএম নেতারা। তাদের দাবি গোটাটাই সাজানো ঘটনা। ওই এলাকায় সিপিআইএমের প্রভাব কমাতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। রাজ্য পুলিসের পদাধিকারিকরা জেলা পুলিস কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার জন্য রওনা দিয়েছেন।

.