জনগনের প্রত্যাশার পাহাড় কাঁধে নিয়ে দিল্লির তখতে নমো

দীর্ঘ তিরিশ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতার সরকার ক্ষমতায় এল কেন্দ্রে। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের চাওয়া পাওয়া কিন্তু সেই বুনিয়াদি উন্নয়ন। শিক্ষা স্বাস্থ্য আর কর্মসংস্থান। মোদীজীর সরকার দেশের বেকার সমস্যা ঘোচাবেন। আশা কলকাতার মানুষেরও।

Updated By: May 17, 2014, 07:14 PM IST

দীর্ঘ তিরিশ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতার সরকার ক্ষমতায় এল কেন্দ্রে। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের চাওয়া পাওয়া কিন্তু সেই বুনিয়াদি উন্নয়ন। শিক্ষা স্বাস্থ্য আর কর্মসংস্থান। মোদীজীর সরকার দেশের বেকার সমস্যা ঘোচাবেন। আশা কলকাতার মানুষেরও।

২৮৫টি আসন। একক সংখ্যা গরিষ্ঠতায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। শরিকি অঙ্ক কষার চাপটা অন্তত নেই সদ্য নির্বাচত ভারতীয় জনতা দলের। দীর্ঘ তিন দশকের অস্থিরতা কাটিয়ে স্থিতিশীল সরকারের কাছে তাই প্রত্যাশাটাও বেশি মানুষের।

বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছেন মোদী। তবে যত প্রতিশ্রুতি দিয়েছেন তার অর্ধেক পূরণ করতে পারলেই খুশি হবেন মানুষ।

.