কেন্দ্র ভিত্তিক LIVE UPDATE: জলপাইগুড়ি
বিজয়ভূষণ বর্মন তৃণমূল কংগ্রেস মহেন্দ্র কুমার রায় সিপিআইএম সুখবিলাস বর্মা কংগ্রেস সত্যলাল সরকার বিজেপি
লড়াই কাদের মধ্যে-
বিজয়ভূষণ বর্মন তৃণমূল কংগ্রেস
মহেন্দ্র কুমার রায় সিপিআইএম
সুখবিলাস বর্মা কংগ্রেস
সত্যলাল সরকার বিজেপি
চলছে রাজ্যের চার কেন্দ্রে ভোটগ্রহণ। দেশের পঞ্চম দফা ও রাজ্যের প্রথম দফার নির্বাচনে ভোট দিচ্ছে উত্তরবঙ্গের চার জেলা। দেখে নেব জলপাইগুড়ির ভোট এক নজরে-
বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার: জলপাইগুড়ি - ৮১%
দুপুর ৩ টা- ভোটদানের হার দুপুর ৩টে পর্যন্ত-জলপাইগুড়িতে ৭২ শতাংশ
দুপুর ১টা পর্যন্ত ভোটের হার- জলপাইগুড়ি ৬০%।
সকাল ৯.৩০টা- জলপাইগুড়ির ধুপগুড়িতে সংঘর্ষ। সিপিআইএম-তৃণমূলের মধ্যে সংঘর্ষ।
সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার-দার্জিলিংয়ে-২০.৯৭ শতাংশ। আলিপুরদুয়ারে-২২.৫২ শতাংশ। কোচবিহারে-২১.৬৭ শতাংশ। জলপাইগুড়িতে- ২১ শতাংশ।
সকাল ৮.২০- জলপাইগুড়িতে ইভিএম বিভ্রাট। ইভিএম খারাপ হওয়ায় উত্তেজনা।
সকাল ৭.৪৫টা- জলপাইগুড়ি- বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। নতুন ভোটারদের পাশাপাশি বয়স্কদেরও ভোট দেওয়ার উত্সাহ চোখে পড়ছে।
সকাল ৭টা- শুরু হয়ে গেল ভোটগ্রহণ। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
জলপাইগুড়ি কেন্দ্রে মোট প্রার্থী -১২
বুথের সংখ্যা-১৮১৮
মোট ভোটার- ১৫,২৯,৬৪৬
পুরুষ ভোটার- ৭৯৪৪০৮
মহিলা ভোটার- ৭৩৫২৩৩
তৃতীয় লিঙ্গের ভোটার- ৫