কেন্দ্রভিত্তিক LIVE UPDATE: ঝাড়গ্রাম ও মেদিনীপুর
রাজ্যে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট জঙ্গলমহলের মতো স্পর্শকাতর অঞ্চলে। ঝাড়গ্রাম ও মেদিনীপুরের LIVE UPDATE-
রাজ্যে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এ রাজ্যের ৬ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৭২ জন প্রার্থী। ভোট জঙ্গলমহলের মতো স্পর্শকাতর অঞ্চলে। ঝাড়গ্রাম ও মেদিনীপুরের LIVE UPDATE-
দুপুর ১.১৫টা-দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার-৬১.৬২ শতাংশ। মেদিনীপুর-৫৬.৯৯ শতাংশ। ঝাড়গ্রাম-৬৫.৪৮ শতাংশ।
দুপুর ১২টা- ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে অন্তত তিনটি বুথে বাম নির্বাচনী এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কেন্দ্রে বামপ্রার্থী পুলিন বিহারী বাস্কে। গড়বেতার মাইথা এলাকার ৩৩টি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।
সকাল ১১.৫০টা- প্রায় ৫০টি বুথ থেকে বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল এগরা এক নম্বর ব্লকের দেশবন্ধু, জেটথান এলাকায়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের উপপ্রধান অভিমন্যু প্রধান, তৃণমূল নেতা ফিরোজ খানের বিরুদ্ধে।
দুপুর ১২টা- ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে অন্তত তিনটি বুথে বাম নির্বাচনী এজেন্টকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই কেন্দ্রে বামপ্রার্থী পুলিন বিহারী বাস্কে। গড়বেতার মাইথা এলাকার ৩৩টি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।
বিক্ষিপ্ত হিংসার মধ্যেই চতুর্থ দফায় ভোট শান্তিপূর্ণ হচ্ছে। বললেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
সকাল ১১.৫০টা- প্রায় ৫০টি বুথ থেকে বিজেপি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল এগরা এক নম্বর ব্লকের দেশবন্ধু, জেটথান এলাকায়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের উপপ্রধান অভিমন্যু প্রধান, তৃণমূল নেতা ফিরোজ খানের বিরুদ্ধে।
সকাল ১১.৩০টা-চব্বিশ ঘণ্টার খবরের জের। খণ্ডঘোষে ইভিএমে নজর রাখা ব্যক্তিকে বুথ থেকে বের করে দিল নির্বাচন কমিশন। ইভিএমটিও সরিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কলেমপুর প্রাথমিক বিদ্যালয়, ৪৩ নম্বর বুথে ভোটকক্ষের পাশে দাঁড়িয়েই ইভিএমে নজর রাখছিলেন এক ব্যক্তি। এই ছবি দেখানো হয়েছিল চব্বিশ ঘণ্টায়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ওই ব্যক্তি জলবাহক। তাঁকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।
সকাল ১১.১৫টা- সকাল ১১টা পর্যন্ত ভোটের হার-মেদিনীপুর-৪৩.৯৬ শতাংশ। ঝাড়গ্রাম-২৫ শতাংশ।
সকাল ৯.২০টা-- সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ভোটের হার-- মেদিনীপুর- ২২ শতাংশ, ঝাড়গ্রাম-২৫ শতাংশ।
সকাল ৯.১৫টা- মেদিনীপুরের সিপিআইএম প্রার্থী প্রবোধ পান্ডার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের। প্রার্থী প্রবোধ পান্ডার গাড়িতে এমপি স্টিকার থাকার অজুহাতে বিক্ষোভ শাসক দলের কর্মীদের।
সকাল ৮.৪৫টা- গড়বেতার জুনসোল প্রাথমিক বিদ্যালয়ের ১০২ ও ১০৩ নম্বর বুথে ভোটারদের ভয় দেখানো ও বুথ জ্যামের অভিযোগ উঠেছে।
সকাল ৮.৪৫টা- প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকাও। নারায়ণগড়, কেশিয়ারি, মোহনপুর এবং দাঁতনের একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী পৌছয়নি বলে অভিযোগ।
সকাল ৮.৪০টা- বুথের ভিতর সব দলের এজেন্ট রয়েছে। কিন্তু কোনও এজেন্টেরই পরিচয়পত্র নেই। ঘটনা ঝাড়গ্রামের নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক হলেও কেন এজেন্টদের সঙ্গে নেই পরিচয়পত্র? প্রশ্ন করা হয়েছিল প্রিসাইডিং অফিসারকে। কিন্তু প্রিসাইডিং অফিসার কোনও উত্তর দিতে পারেননি।
BREAKING NEWS-ঝাড়খন্ড থেকে গ্রেফতার নেতাইকাণ্ডে অভিযুক্ত অনুজ পান্ডে।
রাজ্যে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ-বাহিনী মোতায়েন নিয়ে অসন্তোষ বিরোধীদের, উঠছে সন্ত্রাসের অভিযোগ-LIVE BLOG
সকাল ৮.২০- তৃতীয় দফার ভোটের মতোই চতুর্থ দফাতেও ভোটশুরুর পর থেকে আসছে সন্ত্রাসের খবর। পশ্চিম মেদিনীপুরের পাটপুরের ১৮৪ নম্বর বুথ থেকে সিপিআইএম এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন৷ ভোট ঘিরে কড়া নিরাপত্তা৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷
সকাল ৬টা- ভোট শুরু মেদিনীপুর ও ঝাড়গ্রামে।