কেন্দ্রভিত্তিক LIVE UPDATE: মালদহ উত্তর ও দক্ষিণ

কেন্দ্রভিত্তিক LIVE UPDATE: মালদহ উত্তর ও দক্ষিণ

Updated By: Apr 24, 2014, 04:33 PM IST

মালদহ উত্তরে লড়াই কাদের মধ্যে-

সৌমিত্র রায়(তৃণমূল কংগ্রেস)
খগেন মূর্মু(সিপিআইএম)
মৌসম বেনজির নূর(কংগ্রেস)
সুভাষ গোস্বামী(বিজেপি)

মালদহ দক্ষিণে লড়াই কাদের মধ্যে-

মোয়াজেম হোসেন(তৃণমূল কংগ্রেস)
আবুল হাসনাদ খান(সিপিআইএম)
আবু হাসেম খান চৌধুরী(কংগ্রেস)
বিষ্ণুপদ রায়(বিজেপি)

দুপুর ৩.১৫- দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার--

মালদা উত্তর-৬৮.৯৫ শতাংশ।

দুপুর ২টো- মালদার কালিয়াচকে উত্তেজনা। কাঠালেবড়িয়ার বুথে ব্যাপক বোমাবাজি। বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাল পুলিস। ২ রাউন্ড গুলি চলল। তবে অস্বীকার করলেন মালদার এসপি।

দুপুর ১.৩০টা- দক্ষিণ মালদহের ১৬০ নম্বর বুথে ব্যাপক বোমাবাজি। অভিযুক্ত শাসকদলের নেতা-কর্মী-সমর্থকরা।

সকাল ১১.১৫টা- বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার--

মালদা (উত্তর)-৪২.৮২ শতাংশ

মালদহ (দক্ষিণ)-৪২ শতাংশ

সকাল ৯টা পর্যন্ত ভোটের হার:

মালদহ দঃ- ২১%
মালদহ উঃ- ২২%

৮টা ২০: পঁয়তাল্লিশ দিন প্রচারের ধকল গেছে। ভোটের দিন সকালে তাই অনেকটাই রিল্যাক্সড মালদহ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়। হাল্কা মেজাজে দুকলি গানও গেয়ে শোনালেন তিনি।

৭টে ৪৬: এজেন্ট দিলে খুনের হুমকি। মালদহ (দ)-এ কালিয়াচকের বুথের ঘটনা। ১৫১-১৬৬ নং বুথের ঘটনা। কোনও এজেন্ট বসাতে পারেনি কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কমিশনের দ্বারস্থ কংগ্রেস নেতারা।

৭টা ১০: প্রতি বুথে ২টি করে ইভিএম। ২টি ইভিএমে ভোট মালদহ দক্ষিণে। এই কেন্দ্রে মোট প্রার্থী ১৭ জন। সেই কারণেই লাগছে ২টি ইভিএম। আনা হয়েছে অতিরিক্ত ২ হাজার ইভিএম।

সকাল ৭টা: শুরু হল ভোটগ্রহণ।

মালদহ উত্তর ও দক্ষিণ কেন্দ্রে লড়াই গণি মিথ বনাম পরিবর্তনের সরকারের। এই দুই কেন্দ্রে কংগ্রেসের দুই প্রতিনিধি মৌসম নুর ও আবু হাসেম খান চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে ভূমি ব্যান্ডের সৌমিত্র রায় ও চিকিৎসক মোয়াজ্জেম হুসেনকে।

.