লোকসভার লড়াই: জেলা উত্তর ২৪ পরগনা

লোকসভা নির্বাচনের শেষ দফায় সারা দেশের সঙ্গে ভোট এ রাজ্যের ৬ জেলার ১৭টি কেন্দ্রে। ভোট উত্তর ২৪ পরগনার ৫ কেন্দ্রে-দমদম, বারাসত, বারাকপুর, বসিরহাট ও বনগাঁ। দেখে নেব কোথায় দাঁড়িয়ে কেন্দ্রগুলি-

Updated By: May 9, 2014, 04:42 PM IST

লোকসভা নির্বাচনের শেষ দফায় সারা দেশের সঙ্গে ভোট এ রাজ্যের ৬ জেলার ১৭টি কেন্দ্রে। ভোট উত্তর ২৪ পরগনার ৫ কেন্দ্রে-দমদম, বারাসত, বারাকপুর, বসিরহাট ও বনগাঁ। দেখে নেব কোথায় দাঁড়িয়ে কেন্দ্রগুলি-

কেন্দ্র-দমদম
জেলা-উত্তর ২৪ পরগনা

ভোট কবে-১২ মে, ২০১৪
---------------------------------------
এবার ভোটের প্রার্থী কারা-

সৌগত রায়-তৃণমূল কংগ্রেস
অসীম দাশগুপ্ত-সিপিআইএম
তপন সিকদার-বিজেপি
ধনঞ্জয় মৈত্র-কংগ্রেস
---------------------------------------
২০১১ বিধানসভা নির্বাচনে দমদম লোকসভার ৭টি কেন্দ্রের ফলাফল-

খড়দহ-অমিত মিত্র-তৃণমূল কংগ্রেস-২৬১৫৪ ভোটে জয়ী
দমদম উত্তর-চন্দ্রিমা ভট্টাচার্য-তৃণমূল কংগ্রেস-১৯০২৬ ভোটে জয়ী
পানিহাটি-নির্মল ঘোষ-তৃণমূল কংগ্রেস-৩১৪৩২ ভোটে জয়ী
কামারহাটি-মদন মিত্র-তৃণমূল কংগ্রেস-২৪৩৫৪ ভোটে জয়ী
বরানগর-তাপস রায়-তৃণমূল কংগ্রেস-৩৬৮২৮ ভোটে জয়ী
দমদম-ব্রাত্য বসু-তৃণমূল কংগ্রেস-৩১৪৯৭ ভোটে জয়ী
রাজারহাট গোপালপুর-পূর্ণেন্দু বসু-তৃণমূল কংগ্রেস-৩৫৭২৫ ভোটে জয়ী

----------------------------------
২০০৯ লোকসভা নির্বাচনের ফলাফল-

সৌগত রায়-তৃণমূল কংগ্রেস-৪,৫৮,৯৮৮ ভোট
অমিতাভ নন্দী-সিপিআইএম-৪,৩৮,৫১০ ভোট
তপন সিকদার-বিজেপি-৫৫,৬৭৯ ভোট

বিজয়ী-তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ২০,৪৭৮ ভোটে জয়ী।

------------------------------------

কেন্দ্র-বারাসত
জেলা-উত্তর ২৪ পরগনা

ভোট কবে-১২ মে, ২০১৪
---------------------------------

এবার ভোটে প্রার্থী কারা-

ডা. কাকলি ঘোষ দস্তিদার-তৃণমূল কংগ্রেস
মোর্তাজা হোসেন-ফরওয়ার্ড ব্লক
ঋজু ঘোষাল-কংগ্রেস
পি.সি.সরকার-বিজেপি
---------------------------------
২০১১ বিধানসভা নির্বাচনে বারাসত লোকসভার ৭টি কেন্দ্রের ফলাফল-

হাবড়া-জ্যোতিপ্রিয় মল্লিক-তৃণমূল কংগ্রেস-২৫,৩৯২ ভোটে জয়ী
অশোকনগর-ধীমান রায়-তৃণমূল কংগ্রেস-২৭,৬৯২ ভোটে জয়ী
রাজারহাট নিউটাউন-সব্যসাচি দত্ত-তৃণমূল কংগ্রেস-৭,৭৪৭ ভোটে জয়ী
বিধাননগর-সুজিত বোস-তৃণমূল কংগ্রেস-৩৫,৯২৫ ভোটে জয়ী
মধ্যমগ্রাম-রথিন ঘোষ-তৃণমূল কংগ্রেস-৩৪,৬৬৮ ভোটে জয়ী
বারাসত-চিরঞ্জিত্ চক্রবর্তী-তৃণমূল কংগ্রেস-৪০,২১১ ভোটে জয়ী
দেগঙ্গা-এম নুরুজ্জামান-তৃণমূল কংগ্রেস-১৭,৩০০ ভোটে জয়ী
------------------------------------

২০০৯ লোকসভা নির্বাচনের ফলাফল-

কাকলি ঘোষ দস্তিদার-তৃণমূল কংগ্রেস-৫,২২,৫৩০ ভোট
সুদিন চট্টোপাধ্যায়-ফরওয়ার্ড ব্লক-৩,৯৯,৬২৯ ভোট
ব্রতীন সেনগুপ্ত-বিজেপি-৫৫,৩৫৩ ভোট

বিজয়ী-তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার জয়ী ১,২২,৯০১ ভোটে জয়ী।

----------------------------------

কেন্দ্র-বারাকপুর
জেলা-উত্তর ২৪ পরগনা

ভোট কবে-১২ মে, ২০১৪
----------------------------------

এবার ভোটে প্রার্থী কারা-

দীনেশ ত্রিবেদী-তৃণমূল কংগ্রেস
সুভাষিনী আলি-সিপিআইএম
সম্রাট তপাদার-কংগ্রেস
আর কে হন্ডা-বিজেপি
-------------------------------------

২০১১ বিধানসভা নির্বাচনে বারাকপুর লোকসভার ৭টি কেন্দ্রের ফলাফল-

আমডাঙা-রফিকুর রহমান-তৃণমূল কংগ্রেস-২১,৫৫৭ ভোটে জয়ী
বিজপুর-শুভ্রাংশু রায়-তৃণমূল কংগ্রেস-১২,৬১২ ভোটে জয়ী
নৈহাটি-পার্থ ভৌমিক-তৃণমূল কংগ্রেস-২৭,৪৭০ ভোটে জয়ী
ভাটপাড়া-অর্জুন সিং-তৃণমূল কংগ্রেস-৪৪,৩৮৫ ভোটে জয়ী
জগদ্দল-পরশ দত্ত-তৃণমূল কংগ্রেস-৩৬,০৩২ ভোটে জয়ী
নোয়াপাড়া-মঞ্জু বসু-তৃণমূল কংগ্রেস-৪১,১৪৮ ভোটে জয়ী
বারাকপুর-শীলভদ্র দত্ত-তৃণমূল কংগ্রেস-৩৬,১২৩ ভোটে জয়ী
-------------------------------------

২০০৯ লোকসভা নির্বাচনের ফলাফল-

দীনেশ ত্রিবেদী-তৃণমূল কংগ্রেস-৪,২৮,৬৯৯ ভোট
তড়িত্ বরণ তোপদার-সিপিআইএম-৩৭২৬৭৫ ভোট
প্রভাকর তিওয়ারি-বিজেপি-৩০,৯৭০ ভোট

বিজয়ী- তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদী ৫৬০২৪ ভোটে জয়ী।

-----------------------------------------

কেন্দ্র-বসিরহাট
জেলা-উত্তর ২৪ পরগনা

ভোটের দিন-১২ মে, ২০১৪
------------------------------

এবার ভোটের প্রার্থী কারা-

ইদ্রিস আলি-তৃণমূল কংগ্রেস
নুরুল হুদা-সিপিআই
বিজেপি-শমীক ভট্টাচার্য
কংগ্রেস-কাজি আবদুল রহিম
------------------------------

২০১১ বিধানসভা নির্বাচনে বসিরহাট লোকসভার ৭টি কেন্দ্রের ফলাফল-

বাদুরিয়া-আব্দুল গফফর খান-কংগ্রেস-২২৯৬০ ভোটে জয়ী
হারোয়া-জুলফিকার মোল্লা-তৃণমূল কংগ্রেস-১১২৪ ভোটে জয়ী
মিনাখান-উষা রানি মণ্ডল-তৃণমূল কংগ্রেস-৭১৩৬ ভোটে জয়ী
সন্দেশখালি-নিরাপদ সরদার-সিপিআইএম-৪২৩২ ভোটে জয়ী
বসিরহাট দক্ষিণ-নারায়ন মুখার্জি-সিপিআইএম-১২৪০০ ভোটে জয়ী
বসিরহাট উত্তর-মোস্তাফা বিন কাসেম-সিপিআইএম-৩৯৪৩ ভোটে জয়ী
হিঙ্গলগঞ্জ-আনন্দময় মণ্ডল-সিপিআই-১০১৫ ভোটে জয়ী
------------------------------------

২০০৯ লোকসভা নির্বাচনের ফলাফল-

শেখ নরুল ইসলাম-তৃণমূল কংগ্রেস-৪,৭৬,৭৪৭ ভোট
অজয় চক্রবর্তী-সিপিআই-৪,১৭,৩৬৮ ভোট
স্বপন কুমার দাস-বিজেপি-৬৭,৬৯০ ভোটে জয়ী

বিজয়ী-তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ নরুল ইসলাম ৫৯৩৭৯ ভোটে জয়ী

------------------------------
কেন্দ্র-বনগাঁ
জেলা-উত্তর ২৪ পরগনা

ভোটের দিন- ১২ মে, ২০১৪
------------------------------

লোকসভা নির্বাচন ২০১৪-র প্রার্থী তালিকা

কপিলকৃষ্ণ ঠাকুর-তৃণমূল কংগ্রেস
দেবেশ দাস-সিপিআইএম
ইলা মণ্ডল-কংগ্রেস
কে ডি বিশ্বাস-বিজেপি
-------------------------------

২০১১ বিধানসভা নির্বাচনের পর বনগাঁ লোকসভা কেন্দ্রের ৭টি কেন্দ্র কোথায় দাঁড়িয়ে

১. কল্যানী-ড. রমেন্দ্রনাথ বিশ্বাস-তৃণমূল কংগ্রেস-১৫,৬৯০ ভোটে জয়ী
২. হরিণঘাটা-নীলিমা নাগ(মল্লিক)-তৃণমূল কংগ্রেস-১৩,০০৩ ভোটে জয়ী
৩. বাগদা-উপেন্দ্রনাথ বিশ্বাস-তৃণমূল কংগ্রেস-২০,৯৫৬ ভোটে জয়ী
৪. বনগাঁ উত্তর-বিশ্বজিত্ দাস-তৃণমূল কংগ্রেস-২৩,৬২০ ভোটে জয়ী
৫. বনগাঁ দক্ষিণ-সুরজিত্ কুমার বিশ্বাস-তৃণমূল কংগ্রেস-২১,৮৮৯ ভোটে জয়ী
৬. গাইঘাটা-মঞ্জুল কৃষ্ণ ঠাকুর-তৃণমূল কংগ্রেস-২৫,৪৪৭ ভোটে জয়ী
৭. স্বরূপনগর-বীণা মণ্ডল-তৃণমূল কংগ্রেস-৭৪১৪ ভোটে জয়ী
------------------------------------

লোকসভা নির্বাচন ২০০৯-এর ফলাফল

অসীম বালা-সিপিআইএম-৪,৫৩,৭৭০ ভোট
কৃষ্ণপদ মজুমদার-বিজেপি-৪২,৬১০ ভোট
গোবিন্দ চন্দ্র নস্কর-তৃণমূল কংগ্রেস-৫,৪৬,৫৯৬ ভোট

বিজয়ী- তৃণমূলক কংগ্রেস প্রার্থী গোবিন্দ চন্দ্র নস্কর ৯২,৮২৬ ভোটে জয়ী

.