ক্ষমা চান মোদী, দাবি মুকুল রায়ের। কসাই বলে কটাক্ষ ডেরেকের
অভিযোগের প্রমাণ দিতে না পারলে ক্ষমা চান নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি বিতর্কে মোদীকে এভাবেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ল তৃণমূল। ইতিমধ্যেই তাঁরা এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বলে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়।
অভিযোগের প্রমাণ দিতে না পারলে ক্ষমা চান নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি বিতর্কে মোদীকে এভাবেই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ল তৃণমূল। ইতিমধ্যেই তাঁরা এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বলে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়।
এই নিয়ে মানহানির মামলা করারও হুমকি দেন তিনি। গতকাল শ্রীরামপুরের জনসভায় সারদা কেলেঙ্কারি এবং ছবি বিক্রি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী।
মোদীর আক্রমণের জবাব দিল তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন বলেছেন, গুজরাতের দাঙ্গারাজ ব্যক্তিগত কুত্সা ও অপপ্রচারে লিপ্ত হয়েছেন। মোদী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর একটি ছবি বিক্রি করে এক কোটি আশি লক্ষ টাকা আত্মসাত্ করেছেন। হয় উনি একথা প্রমাণ করুন, অন্যথায় মানহানির মামলার জন্য প্রস্তুত থাকুন। ডেরেকের প্রশ্ন, যিনি নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে অপারগ,তিনি কী করে দেশের দায়িত্ব সামলাবেন?