ছবি বিতর্ক: টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি কেনেননি, দাবি সুদীপ্ত সেনের
টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি তিনি কেনেননি। তৃণমূলের সুরেই এ কথা বললেন সুদীপ্ত সেন। গতকাল, শ্রীরামপুরের সভায় এক কোটি আশি লাখ টাকায় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রির অভিযোগ করেন নরেন্দ্র মোদী। ছবি কে কিনেছিলেন সে প্রশ্নও তোলেন তিনি। আজ সকালে সাংবাদিক সম্মেলনে মুকুল রায় দাবি করেন, মুখ্যমন্ত্রীর আঁকা কোনও ছবি এক কোটি আশি লাখ টাকায় বিক্রি হয়নি। দুপুরে শ্যামল সেন কমিশনে হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সারদা-কর্তা। মুখ্যমন্ত্রীর ছবি কেনেননি বলে দাবি করেন তিনি। এর আগে রাজ্য সরকারের সুরে সুর মিলিয়ে সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করেছিলেন সুদীপ্ত সেন।
টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি তিনি কেনেননি। তৃণমূলের সুরেই এ কথা বললেন সুদীপ্ত সেন। গতকাল, শ্রীরামপুরের সভায় এক কোটি আশি লাখ টাকায় মুখ্যমন্ত্রীর আঁকা ছবি বিক্রির অভিযোগ করেন নরেন্দ্র মোদী। ছবি কে কিনেছিলেন সে প্রশ্নও তোলেন তিনি। আজ সকালে সাংবাদিক সম্মেলনে মুকুল রায় দাবি করেন, মুখ্যমন্ত্রীর আঁকা কোনও ছবি এক কোটি আশি লাখ টাকায় বিক্রি হয়নি। দুপুরে শ্যামল সেন কমিশনে হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সারদা-কর্তা। মুখ্যমন্ত্রীর ছবি কেনেননি বলে দাবি করেন তিনি। এর আগে রাজ্য সরকারের সুরে সুর মিলিয়ে সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করেছিলেন সুদীপ্ত সেন।
জানিয়েছিলেন সিটের তদন্তেই তাঁর আস্থা রয়েছে। সারদা-গোষ্ঠীর মালিকানাধীন দুটি সংবাদপত্র বিক্রি করবে শ্যামল সেন কমিশন। বিক্রি করা হবে কলম ও আজাদ হিন্দ সংবাদপত্র। বিক্রির জন্য ভ্যালুয়ার নিয়োগ করছে কমিশন। কর্মীরাই বর্তমানে এই দুটি খবরের কাগজ চালাচ্ছেন।
তাঁরাই কাগজ দুটি কিনে নেবেন বলে জানা গেছে। সংবাদপত্র বিক্রিতে সম্মতি দিয়েছেন সুদীপ্ত সেন। আজাদ হিন্দ সংবাদপত্রের কর্মী সংগঠনের তরফে কাগজ কেনায় তিনি রাজি বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান। আজ শ্যামল সেন কমিশনে যান তিনি। বর্তমানে ওই সংবাদপত্রের সম্পাদক পদে রয়েছেন আহমেদ হাসান ইমরান।