ছবি বিতর্ক: মুখ্যমন্ত্রীকে অস্বস্তির হাত থেকে বাঁচাতে এগিয়ে এলেন সারদা কর্তা, সুদীপ্ত সেনের দাবি টাকা দিয়ে কেনেননি মমতার ছবি

মুখ্যমন্ত্রীকে অস্বস্তির হাত থেকে বাঁচাতে এগিয়ে এলেন সারদা মালিক সুদীপ্ত সেন। বললেন, তিনি মুখ্যমন্ত্রীর আঁকা কোনও ছবি কেনেননি। মুখ্যমন্ত্রীর ছবি কিনেছিলেন সুদীপ্ত। বহুদিন ধরেই বাম আর কংগ্রেসের তোলা অভিযোগটাই গতকাল করেছেন নরেন্দ্র মোদী। তারপরেই মোদীকে কড়া আক্রমণ করেন তৃণমূল নেতারা। তৃণমূলের নালিশের ভিত্তিতে ছবি কেনা নিয়ে মোদীর ভাষণের সিডি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।সারদা কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসার পরই বাম নেতারা বলেছিলেন, মুখ্যমন্ত্রীর আঁকা ছবি চড়া দামে কিনেছেন সারদা মালিক। পরে কংগ্রেসও একই অভিযোগ করে। রবিবার শ্রীরামপুরে কার্যত সেই অভিযোগই করলেন নরেন্দ্র মোদী।

Updated By: Apr 28, 2014, 07:41 PM IST

মুখ্যমন্ত্রীকে অস্বস্তির হাত থেকে বাঁচাতে এগিয়ে এলেন সারদা মালিক সুদীপ্ত সেন। বললেন, তিনি মুখ্যমন্ত্রীর আঁকা কোনও ছবি কেনেননি। মুখ্যমন্ত্রীর ছবি কিনেছিলেন সুদীপ্ত। বহুদিন ধরেই বাম আর কংগ্রেসের তোলা অভিযোগটাই গতকাল করেছেন নরেন্দ্র মোদী। তারপরেই মোদীকে কড়া আক্রমণ করেন তৃণমূল নেতারা। তৃণমূলের নালিশের ভিত্তিতে ছবি কেনা নিয়ে মোদীর ভাষণের সিডি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।সারদা কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসার পরই বাম নেতারা বলেছিলেন, মুখ্যমন্ত্রীর আঁকা ছবি চড়া দামে কিনেছেন সারদা মালিক। পরে কংগ্রেসও একই অভিযোগ করে। রবিবার শ্রীরামপুরে কার্যত সেই অভিযোগই করলেন নরেন্দ্র মোদী।

শ্রীরামপুরের জনসভায় আরও গুরুতর অভিযোগ করেছিলেন মোদী।

সে ব্যাপারে তৃণমূল নেতারা নীরব থাকলেও ছবি বিক্রি ইস্যুতে রবিবার রাত থেকেই দফায় দফায় মোদীকে টার্গেট করতে শুরু করেন মুকুল রায়, অমিত মিত্র, ডেরেক ওব্রায়েনরা।

ভোটের মুখে ছবি বিক্রি ইস্যু সামনে চলে আসায় তাঁরা যে যথেষ্ট বিব্রত, সেটা বোঝা যায় সোমবারের সাংবাদিক সম্মেলনে।সাংবাদিকদের নাছোড় প্রশ্নে মেজাজ হারালেন তৃণমূলের মিস্টার কুলও।

দলের নম্বর টু আর মুখপাত্ররা দফায় দফায় সাংবাদিক সম্মেলন করলেও নীরব স্বয়ং দলনেত্রী। এই অবস্থায় তৃণমূলকে স্বস্তি দিতে এগিয়ে এলেন সারদা মালিক সুদীপ্ত সেন। শ্যামল সেন কমিশন থেকে বেরনোর সময় বলে দিলেন, তিনি মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কেনেননি।

অবশ্য এবারই প্রথম নয়। সিবিআই তদন্তে নারাজ রাজ্য সরকার আর শাসক দল বিরোধীদের চাপের মুখে যখন বেশ বেকায়দায় তখনও সারদা মালিক বলেছিলেন, তিনি সিবিআই তদন্ত চান না। সিটের তদন্তে তিনি খুশি। যদিও এক সময় নিজেই চিঠি দিয়ে সিবিআই তদন্ত চেয়েছিলেন সুদীপ্ত। এবার মুখ্যমন্ত্রীর ছবি বিতর্কেও ফের তিনি তৃণমূলের পাশেই। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আগেই দাবি করা হয়েছে, সুদীপ্তর দ্বিতীয় পক্ষের স্ত্রী পিয়ালির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ছবি কেনার টাকা লেনদেনের প্রমাণ তাঁদের কাছে আছে। ফলে শেষ পর্যন্ত সুদীপ্তর মন্তব্য কি তৃণমূলকে আদৌ স্বস্তির তিরে পৌছে দিতে পারবে? দেখা যাক।

.