ভোটের আগে তৃণমূল-বিজেপি বাকযুদ্ধ, কংগ্রেসের দাবি পুরোটাই গট-আপ!
ভোটের মুখে তৃণমূল-বিজেপির কথার যুদ্ধে সরগরম রাজ্য। কংগ্রেস অবশ্য মনে করে, পুরোটাই গট-আপ। অরুণ জেটলির তাত্পর্যপূর্ণ মন্তব্য, সমালোচনা করলেই শত্রু হয় না। আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় বললেন, ভোটের পরে তৃণমূল বিজেপি-র পাশে থাকবে বলেই তিনি শুনেছেন। ভোটপ্রচারে তৃণমূলনেত্রী চড়া সুরে আক্রমণ করছেন বিজেপি-কে। রবিবার শ্রীরামপুরের জনসভায় নরেন্দ্র মোদী তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করার পর থেকে সরগরম রাজ্য রাজনীতি। কংগ্রেস অবশ্য মনে করে পুরোটাই গটআপ।
ভোটের মুখে তৃণমূল-বিজেপির কথার যুদ্ধে সরগরম রাজ্য। কংগ্রেস অবশ্য মনে করে, পুরোটাই গট-আপ। অরুণ জেটলির তাত্পর্যপূর্ণ মন্তব্য, সমালোচনা করলেই শত্রু হয় না। আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় বললেন, ভোটের পরে তৃণমূল বিজেপি-র পাশে থাকবে বলেই তিনি শুনেছেন। ভোটপ্রচারে তৃণমূলনেত্রী চড়া সুরে আক্রমণ করছেন বিজেপি-কে। রবিবার শ্রীরামপুরের জনসভায় নরেন্দ্র মোদী তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করার পর থেকে সরগরম রাজ্য রাজনীতি। কংগ্রেস অবশ্য মনে করে পুরোটাই গটআপ।
শনিবার নীতীন গড়কড়ি বুঝিয়ে দিয়েছিলেন, তৃণমূলের জন্য বিজেপি-র দরজা খোলা। তৃণমূল মোদীকে আক্রমণ করার পরেও অরুণ জেটলির তাত্পর্যপূর্ণ মন্তব্য, সমালোচনা করলেই শত্রু হয় না।
পর্দা অনেকটাই সরে গেল কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়ের কথায়।