গোপন আঁতাঁত গড়ছেন মোদী-মমতা, সূর্যকান্তের দাবি রাজ্যে জিতবে বামেরাই
রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য গোপন আঁতাঁত গড়ে তুলেছেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর দো-ফায়দা মন্তব্যকে এভাবেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। একই সঙ্গে তাঁর দাবি, রাজ্যে তৃতীয় দফার নির্বাচনে অধিকাংশ আসনেই জয়ী হবেন বাম প্রার্থীরা। ব্রিগেডের জনসভায় লাড্ডু তত্ত্ব শুনিয়েছিলেন নরেন্দ্র মোদী। তা নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে অদূর ভবিষ্যতে কি এনডিএ-তে যুক্ত হতে পারে তৃণমূল কংগ্রেস? এরপরই অবশ্য বদলে যেতে থাকে ছবিটা। একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে বিজেপি এবং তৃণমূল।
রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য গোপন আঁতাঁত গড়ে তুলেছেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর দো-ফায়দা মন্তব্যকে এভাবেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। একই সঙ্গে তাঁর দাবি, রাজ্যে তৃতীয় দফার নির্বাচনে অধিকাংশ আসনেই জয়ী হবেন বাম প্রার্থীরা। ব্রিগেডের জনসভায় লাড্ডু তত্ত্ব শুনিয়েছিলেন নরেন্দ্র মোদী। তা নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে অদূর ভবিষ্যতে কি এনডিএ-তে যুক্ত হতে পারে তৃণমূল কংগ্রেস? এরপরই অবশ্য বদলে যেতে থাকে ছবিটা। একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে বিজেপি এবং তৃণমূল।
দুই শিবিরের এই তোপ, পাল্টা তোপকে রাজনৈতিক গট-আপ বলে কটাক্ষ বিরোধী শিবিরের। সূর্যকান্ত মিশ্রের অভিযোগ, বারবার শিবির বদলে রেকর্ড করেছেন মুখ্যমন্ত্রী। আর তাই কংগ্রেস আর বিজেপির সমস্ত ব্যর্থতার দায় নিতে হবে তৃণমূলকেও। গড়িয়ায় সুজন চক্রবর্তীর সমর্থনে জনসভায় সারদা কেলেঙ্কারি সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা করেছেন সূর্যকান্ত মিশ্র। একই সঙ্গে তাঁর দাবি, রাজ্যে এপর্যন্ত যে ভোট হয়েছে, তাতে সংখ্যাগরিষ্ঠ আসন বামেরাই পাবে।
দিন কয়েক আগে এখানেই চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের অবরোধোর ওপর হামলা হয়। ঘটনায় অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সেখানেই জনসভা করলেন সূর্যকান্ত মিশ্র।