উত্তর পূর্বের চার রাজ্য: নাগাল্যান্ড ৮১.৪৭%, মণিপুর ৮০%, মেঘালয় ৭১%, অরুণাচলে ৫৫% ভোট
লোকসভা নির্বাচন ২০১৪-র দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ। ভোট দিল উত্তর পূর্বের ৪ রাজ্য- নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ।
লোকসভা নির্বাচন ২০১৪-র দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ। ভোট দিল উত্তর পূর্বের ৪ রাজ্য- নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ।
সন্ধে ৭:১৫-
চার রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভোটগ্রহণ শেষ।
নাগাল্যান্ডে ভোট পড়েছে ৮১.৪৭ শতাংশ, মণিপুরে ৮০ শতাংশ, মেঘালয়ায় ৭১ শতাংশ ও অরুণাচল প্রদেশে ৫৫ শতাংশ ভোট পড়েছে।
বিকেল ৪টে-
মেঘালয়ায় ভোটে পড়েছ ৫৩ শতাংশ।
দুপুর ২:৩০-
অরুণাচল প্রদেশে ভোট পড়েছে ২৫ শতাংশ, মেঘালয়ায় ৩৯ শতাংশ, নাগাল্যান্ডে ৩৮.৯৮ শতাংশ ও মণিপুরে ৪০ শতাংশ।
দুপুর ১২টা-
বেলা ১২টা পর্যন্ত মণিপুরে ভোট পড়েছে ৪০ শতাংশ। ৯ লক্ষ ভোটার ভোট দিয়েছেন। পাঁচটি পাহাড়ি জেলা উখরুল, সেনাপতি, চান্দেল, তামেংলঙ ও চূড়াচান্দপুরে মানুষ মণিপুরি পোশাকে ভোট দিয়েছেন। মিজোরামে ভোট পড়েছে ৩৫ শতাংশ।
সকাল ১০.০০টা- বেশ কয়েকটা বুথে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েছে।
মেঘালয়ের শিলং এবং তুরা আসনে ভোটগ্রহণ চলছে। তুরা আসনে উল্লেখযোগ্য প্রার্থী দশবারের সাংসদ পিএ সাংমা।
সকাল ৯.০০টা- মণিপুরে বিভিন্ন বুথের বাইরে লম্বা লাইন।
পোস্টাল ব্যালটের বিরোধিতায় মিজোরাম জুড়ে বনধ ডেকেছে একাধিক সংগঠন। যার জেরে ১১ই এপ্রিল পর্যন্ত পিছিয়ে গিয়েছে ভোট।
সকাল ৮.৩০টা- ভোট দিতে বুথে এলেন মুখ্যমন্ত্রী নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও
অরুণাচল প্রদেশের পূর্ব ও পশ্চিম এই দুটি লোকসভা আসনেও লড়াই বহুমুখী। আসন দুটিতে কংগ্রেস, বিজেপির পাশাপাশি প্রার্থী দিয়েছে তৃণমূলও।
সকাল ৮.১৫টা-নাগাল্যান্ড লোকসভা আসনে উল্লেখযোগ্য প্রার্থী সে রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।
নাগাল্যান্ড এবং মণিপুরের একটি করে আসনে ভোট গ্রহণ চলছে।
সকাল ৮টা- উত্তর পূর্বাঞ্চলের চার রাজ্যের ছয়টি আসনে ভোটগ্রহণ শুরু।
মিজোরাম লোকসভা আসনে ভোট পিছিয়ে গেছে। ত্রিপুরার ছয়টি শিবিরে থাকা ব্রু শরনার্থীদের ভোটাধিকার নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তাঁদের পোস্টাল ব্যালটের বিরোধিতায় মিজোরাম জুড়ে বনধ ডেকেছে একাধিক সংগঠন। যার জেরে ১১ই এপ্রিল পর্যন্ত পিছিয়ে গিয়েছে ভোট।