জেলায় জেলায় ভোটের সন্ত্রাস
কাল রাজ্যের তৃতীয় দফার ভোট। ভোটের আগে অশান্তি অব্যাহত। পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনায় নিহত সিপিআইএম কর্মীর বাড়িতে হুমকির অভিযোগ। সিপিআইএম কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে হুগলির পুরশুড়ায়। সিপিআইএম-তৃণমূল সংঘর্ষের জেরে উত্তপ্ত আরামবাগের গৌরহাটি। হাওড়ার সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যকে হেনস্থার চব্বিশ ঘণ্টা পরেও গ্রেফতার হয়নি কেউ।
কাল রাজ্যের তৃতীয় দফার ভোট। ভোটের আগে অশান্তি অব্যাহত। পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনায় নিহত সিপিআইএম কর্মীর বাড়িতে হুমকির অভিযোগ। সিপিআইএম কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে হুগলির পুরশুড়ায়। সিপিআইএম-তৃণমূল সংঘর্ষের জেরে উত্তপ্ত আরামবাগের গৌরহাটি। হাওড়ার সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যকে হেনস্থার চব্বিশ ঘণ্টা পরেও গ্রেফতার হয়নি কেউ।
হুগলির
হুগলির পুরশুড়ায় শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠল। সিপিআইএম কর্মীদের বাড়িতে হামলা হয়েছে। আতঙ্কে ঘরছাড়া বহু পরিবার। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। অভিযোগ অবশ্য অস্বীকার করেছে শাসকদল। ঘটনার প্রতিবাদে পুরশুড়া থানায় বিক্ষোভ দেখান স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।
আরামবাগ
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হুগলির আরামবাগের গৌরহাটি। প্রকাশ্যে রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়েন সিপিআইএম এবং তৃণমূল কর্মী সমর্থকরা । মোট তিন জন আহত হয়েছেন এই ঘটনায়। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-দলের কর্মীরা লাঠি নিয়ে জড়ো হয়েছিলেন রাস্তায়। এরপরই তাঁরা একে অপরের ওপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিস বাহিনী ছাড়াও র্যাফ নামাতে হয়।
পঃ মেদিনীপুর
সোমবার পঃ মেদিনীপুরের চন্দ্রকোনার ইন্দা থেকে উদ্ধার হয়েছে সিপিআইএম কর্মী মইসান খানের দেহ। নিহতের পরিবারের অভিযোগ বুধবার তৃণমূলের কর্মীরা বাড়ি এসে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দিয়ে গেছে। গোটা ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। ভোট দিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
হাওড়া
মঙ্গলবার বালিতে সিপিআইএম কর্মীকে মারধর করা হয়। তাঁকে দেখতে যান কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। ফেরার পথে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস।