সুস্থ সন্তানের জন্ম দিলেন ২১৩ HIV পজিটিভ জননী

সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন ২১৩ জন এইচআইভি পজিটিভ মা। ২০১৬-১৭ সালে এই প্রসবগুলি হয়েছে সরকারি হাসপাতালে, এমনটাই দাবি ছত্তিশগড় রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিক আর প্রসন্নের। তিনি জানিয়েছেন, সর্বমোট ৩ লক্ষ ৯৩ হাজার ৪৭৫ জন গর্ভবতী মহিলাকে পরীক্ষা করে ২৩২ জন এইচআইভি পজিটিভ রোগীকে সনাক্ত করা হয় এবং তারপরই ওইসব প্রসূতিদের জন্য বিশেষ চিকিত্‍সা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবশেষে তারা সকলেই সুস্থ-সবল শিশুর জন্ম দান করেন। সেই শিশুদেরও বিশেষ সুরক্ষা দেওয়া হচ্ছে যাতে কোনওভাবেই মারণ রোগের সংক্রমণ না ঘটে। ছত্তিশগড়ের স্বাস্থ্য মহল সূত্রে খবর, সেরাজ্য লথিভূক্ত এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ২৬ হাজার। তার মধ্যে ১০ হাজার রোগীকে ৫টি অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার ও ১২টি এআরটি লিঙ্কড সেন্টারের মাধ্যমে ওষুধ দেওয়া হয়। (আরও পড়ুন-শাশুড়ির জন্য ছাগল বিক্রির টাকায় শৌচালয় গড়ে রাতারাতি বিখ্যাত ৮০ বছরের 'বৌমা')

Updated By: May 15, 2017, 12:04 PM IST
সুস্থ সন্তানের জন্ম দিলেন ২১৩ HIV পজিটিভ জননী

ওয়েব ডেস্ক: সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন ২১৩ জন এইচআইভি পজিটিভ মা। ২০১৬-১৭ সালে এই প্রসবগুলি হয়েছে সরকারি হাসপাতালে, এমনটাই দাবি ছত্তিশগড় রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিক আর প্রসন্নের। তিনি জানিয়েছেন, সর্বমোট ৩ লক্ষ ৯৩ হাজার ৪৭৫ জন গর্ভবতী মহিলাকে পরীক্ষা করে ২৩২ জন এইচআইভি পজিটিভ রোগীকে সনাক্ত করা হয় এবং তারপরই ওইসব প্রসূতিদের জন্য বিশেষ চিকিত্‍সা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবশেষে তারা সকলেই সুস্থ-সবল শিশুর জন্ম দান করেন। সেই শিশুদেরও বিশেষ সুরক্ষা দেওয়া হচ্ছে যাতে কোনওভাবেই মারণ রোগের সংক্রমণ না ঘটে। ছত্তিশগড়ের স্বাস্থ্য মহল সূত্রে খবর, সেরাজ্য লথিভূক্ত এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ২৬ হাজার। তার মধ্যে ১০ হাজার রোগীকে ৫টি অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার ও ১২টি এআরটি লিঙ্কড সেন্টারের মাধ্যমে ওষুধ দেওয়া হয়। (আরও পড়ুন-শাশুড়ির জন্য ছাগল বিক্রির টাকায় শৌচালয় গড়ে রাতারাতি বিখ্যাত ৮০ বছরের 'বৌমা')

.