চিকিৎসকদের কপালে ভাঁজ! 'নোভেল জয়ী'দের শরীরে অনেকাংশেই মিলছে না অ্যান্টিবডি

যেসব ব্যক্তি করোনা কাত করে বাড়ি ফিরছেন, তাঁদের ২০-২৫ শতাংশ নোভেল জয়ীদের শরীরে মিলছেই না অ্যান্টিবডি। আর মিললেও তা নগণ্য।  

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Sep 4, 2020, 06:16 PM IST
চিকিৎসকদের কপালে ভাঁজ! 'নোভেল জয়ী'দের শরীরে অনেকাংশেই মিলছে না অ্যান্টিবডি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সারা বিশ্ব জুড়েই হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। চিকিৎসক, গবেষকরা হন্যে হয়ে খুঁজছেন নিরাপদ করোনা চিকিৎসার স্থায়ী ব্যবস্থা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসার জন্য গবেষকরা নজরে রাখছেন অ্যান্টিবডিকে।

কিন্তু এইমস পাটনার তথ্যে কপালে হাত চিকিৎসকদের। যেসব ব্যক্তি করোনা কাত করে বাড়ি ফিরছেন, তাঁদের ২০-২৫ শতাংশ নোভেল জয়ীদের শরীরে মিলছেই না অ্যান্টিবডি। আর মিললেও তা নগণ্য।

এইমস পাটনার নোডাল আফিসার ডঃ সঞ্জয় কুমারের কথা অনুযায়ী, ৪০০ সুস্থ হওয়া ব্যক্তিদের ৮০-১০০ জনের শরীরেই মেলেনি অ্যান্টিবডি। আর মিললেও তা প্রতি মিলিলিটারে ১.১২ আর্বিটারি ইউনিটের থেকে কম। এই কম অ্যান্টিবডির জন্য যেমন সম্ভব হচ্ছে না প্লাজমা থেরাপি। তেমনই থেকে যাচ্ছে নতুন করে ফের সংক্রমিত হওয়ার সম্ভাবনা।

তবে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও শরীরে অ্যান্টিবডি না মেলার কথা এর আগেও প্রকাশিত হয়েছে বিভিন্ন জার্নালে। প্রসঙ্গত, সারা বিশ্বে এই অ্যান্টিবডিকেই কেন্দ্র করে তৈরি হচ্ছে একাধিক প্রতিষেধক।

আরও পড়ুন: বছর শেষের আগেই দেশে আসতে পারে করোনা প্রতিষেধক! অনবরত কাজ করে যাচ্ছে ১৭২ টি দেশ

.