Covid 19: চোখ রাঙাচ্ছে চতুর্থ ঢেউ, লাফিয়ে বাড়ছে সংক্রমণ; বাড়ল মৃতের সংখ্যাও
মোট টিকাকরণ করা হয়েছে ১,৮৮,১৯,৪০,৯৭১
![Covid 19: চোখ রাঙাচ্ছে চতুর্থ ঢেউ, লাফিয়ে বাড়ছে সংক্রমণ; বাড়ল মৃতের সংখ্যাও Covid 19: চোখ রাঙাচ্ছে চতুর্থ ঢেউ, লাফিয়ে বাড়ছে সংক্রমণ; বাড়ল মৃতের সংখ্যাও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/27/373730-covid-wednesday.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভারতে গত ২৪ ঘণ্টায় ২৯২৭টি নতুন কোভিড সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। যদিও একই সময়ে ২২৫২জনের রোগমুক্তির খবরও পাওয়া গেছে।
একদিন আগে মঙ্গলবার দেশে ২৪৮৩টি নতুন কোভিডের ঘটনা রেকর্ড করা হয়। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিডের সংখ্যা ১৫৬৩৬ থেকে বেড়ে হয়েছে ১৬২৭৯। মোট সংক্রমণের ০.০৪ শতাংশ হল সক্রিয় সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় ২২৫২ জন কোভিড রোগী আরোগ্যলাভ করেছেন। এর ফলে রগ্মুক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪,২৫,২৫,৫৬৩ জন। রোগমুক্তির হার ৯৮.৭৫ শতাংশ। মন্ত্রকের খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৩২ জন রোগীর মৃত্যু হয়েছে এই রোগে। দেশের করনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৩,৬৫৪ জনে।
আরও পড়ুন: Covid-19 4th Wave: জুনের পর শিখরে পৌঁছবে করোনার চতুর্থ ঢেউ! স্বাস্থ্যমন্ত্রীর সতর্ক বার্তা
প্রাত্যহিক সংক্রমণের হার ০.৫৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ০.৫৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার বর্তমানে ০.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ৫,০৫,০৬৫টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। এতদিনে মোট ৮৩.৫৯ কোটি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।
দেশে এই সময়কালে ২১,৯৭,০৮২ টিকার ডোজ দেওয়া হয়েছে। এর ফলে মোট টিকাকরণ করা হয়েছে ১,৮৮,১৯,৪০,৯৭১।