Pediatric Covaxin: দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালেও সফল, ১৮-অনুর্ধ্বদের জন্য শীঘ্রই টিকা!

কী জানালেন ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর? পড়ুন

Updated By: Sep 22, 2021, 05:34 PM IST
Pediatric Covaxin: দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালেও সফল, ১৮-অনুর্ধ্বদের জন্য শীঘ্রই টিকা!

নিজস্ব প্রতিবেদন: বাচ্চাদের জন্য করোনার টিকায় আশার আলো (Vaccine for Children)। আঠারোর কম বয়সীদের জন্য টিকার ট্রায়ালের দ্বিতীয় ধাপ (Second Phase Trial) পেরোল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন (Bharat Biotech Covaxin)। আগামী সপ্তাহেই এ বিষয়ে বিস্তারিত তথ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে (DCGI) জমা দেবে ভারত বায়োটেক। 

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে ভারত বায়েটেকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এলা (Krishna Ella) জানান, দ্বিতীয় ট্রায়ালেও সফল হয়েছে পেডিয়াট্রিক কোভ্যাক্সিন (Pediatric Covaxin)। যদিও ডেটা অ্যানালিসিস পর্যায় এখনও সম্পন্ন হয়নি। আগামী সপ্তাহের মধ্য়েই তা সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে (Third Phase Trial) এক হাজার স্বেচ্ছাসেবকের (Volunteer) উপর পরীক্ষা করা হতে পারে বলে জানা গিয়েছে।

আর পড়ুন: Corona Update: সর্বোচ্চ সুস্থতার হার, তবু বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

ভারত বায়েটেকের মতে, চলতি মাসের শেষের দিকেই কোভিডের ইন্ট্রান্যাজাল ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালও শেষ হয়ে যাবে। পরীক্ষায় দেখা গিয়েছে, নাকে অনাক্রমণ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম কোভ্যাক্সিনের ন্যাজাল স্প্রে। যার ফলে করোনার প্রবেশ আটকানো যায়। ন্যাজাল ভ্যাকসিনের ট্রায়াল মোট সাড়ে ছয়শো স্বেচ্ছাসেবকের উপর চালানো হয়েছে। পরীক্ষার সময় স্বেচ্ছাসেবকদের তিনটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছিল।

আর পড়ুন: Covishield: 'শংসাপত্রে ভরসা নেই', কোভিশিল্ডে মান্যতা দিলেও নিভৃতবাসের নির্দেশিকা ব্রিটেনের

এলা আরও জানান, ভারত বায়োটেকের বেঙ্গালুরুর কেন্দ্রে কোভ্যাক্সিন উৎপাদনের গতি বাড়ানো হয়েছে। যার জেরে অক্টোবরের মধ্যেই দেশে সাড়ে ৫ কোটি কোভ্যাক্সিনের জোগান দেবে সংস্থা। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সাড়ে তিন কোটি কোভ্যাক্সিনের ডোজের জোগান দিয়েছে ভারত বায়োটেক। এলা জানান, কোভ্যাক্সিনের উৎপাদন বৃদ্ধিতে ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল ও হেস্টার বায়োসায়েন্সের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি করেছে ভারত বায়োটেক। দেশের চাহিদা মিটিয়ে শীঘ্রই বিদেশের বাজারেও কোভ্যাক্সিন রপ্তানি শুরু করা হবে।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.