সুস্থ হওয়ার ৩ মাস পর টিকা, অন্তঃসত্ত্বা-স্তন্যদায়ীরা কী করবেন? জানাল কেন্দ্র

বুধবার করোনা টিকানীতিতে একগুচ্ছ উপদেশ দিল কেন্দ্রীয় সরকার। 

Updated By: May 20, 2021, 12:24 AM IST
সুস্থ হওয়ার ৩ মাস পর টিকা, অন্তঃসত্ত্বা-স্তন্যদায়ীরা কী করবেন? জানাল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: কোভিডে (COVID-19) সুস্থ হওয়ার পর টিকা নেওয়ার জন্য এখন অপেক্ষা করতে হবে ৩ মাস। ভ্যাকসিনের (COVID Vaccine) প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হলেও দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে ওই একই সময়। প্লাজমা থেরাপির রোগীদেরও টিকাকরণ ৩ মাসেই হবে। এত দিন পর্যন্ত টিকা নেওয়ার সময়সীমার কোনও ব্যবধান ছিল না। ব্যক্তিগতভাবে ২ বা ৪ সপ্তাহের ব্য়বধানের পরামর্শ দিচ্ছিলেন চিকিৎসকরা। বুধবার করোনা টিকানীতিতে একগুচ্ছ উপদেশ দিল কেন্দ্রীয় সরকার। এই নিয়মগুলির সুপারিশ করেছিল জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন প্রশাসনিক বিশেষজ্ঞ কমিটি (NEGVAC)। 

কী জানাল কেন্দ্র?  

১। কোভিড সারার ৩ মাস পর টিকা নিতে হবে।             

২। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনা সংক্রামিত হলে আগে সুস্থ হতে হবে। তার ৩ মাস পরে নেওয়া যাবে টিকা।

৩। স্তন্যদায়ী মহিলারা টিকা নিতে পারবেন।

৪। প্লাজমা থেরাপিতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৩ মাস পর ভ্যাকসিন নেওয়া যাবে।

৫। গুরুতর অসুখে হাসপাতাল বা আইসিইউ-তে থাকলে ৪ থেকে ৮ সপ্তাহ পরে ভ্যাকসিন নিতে পারবেন। 

৬। ভ্যাকসিন নেওয়ার ১৪ দিন পরে রক্তদান করা যাবে। করোনা আক্রান্ত ব্যক্তি আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট আসার ১৪ দিন পরে রক্তদান করতে পারবেন। 

৭। ভ্যাকসিন নেওয়ার আগে আবশ্যক র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট।  

৮। গর্ভবতী মহিলাদের কোভিড টিকা দেওয়ার বিষয়টি এখনও বিচারাধীন। এনিয়ে সিদ্ধান্ত হয়নি। 

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নিয়মগুলি মেনে চলার নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এর পাশাপাশি ভ্যাকসিন যাঁরা দিচ্ছেন, তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও করতে বলা হয়েছে। 

আরও পড়ুন-  রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম ১৫০ পার, ঊর্ধ্বমুখী সংক্রমণের হারও

 

.