Conjunctivitis: চোখে এই অসুবিধা হওয়ার অর্থই কনজাংটিভাইটিস? কী উপায়ে আটকানো যাবে এই রোগ?

এর প্রাথমিক লক্ষণ হল চোখের সাদা অংশ লাল হয়ে যায়। প্রথমে এক চোখ আক্রান্ত হয় এবং তারপর সংক্রমণ দ্বিতীয় চোখেও ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে চোখে চুলকানি, জ্বালাপোড়ার সমস্যাও থাকে। চোখ থেকে জল পড়ে। চোখের পাতায় পুঁজ জমে যায়।

Updated By: Jul 26, 2023, 02:09 PM IST
Conjunctivitis: চোখে এই অসুবিধা হওয়ার অর্থই কনজাংটিভাইটিস? কী উপায়ে আটকানো যাবে এই রোগ?
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি কনজাংটিভাইটিস (Conjunctivitis) বা পিঙ্ক আই (Pink Eye) এর বাড়বাড়ন্ত শুরু হয়েছে রাজ্যে। চলতি বাংলা ভাষায় বলে জয় বাংলা (Joy Bangla)। এই রোগ কিছুটা সংক্রমক। অর্থাৎ একজনের হলে, আরেকজনেরও হওয়ার সম্ভাবনা থাকে। এই সময়ে এই রোগ থেকে নিজেকে বাঁচাতে কী কী করবেন? 

আরও পড়ুন, WHO: চলতি বছরেই এই রোগে ভুগবে বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ! জেনে নিন 'হু'র ভয়ংকর পূর্বাভাস...

প্রাথমিক লক্ষণ হল চোখের সাদা অংশ লাল হয়ে যায়। প্রথমে এক চোখ আক্রান্ত হয় এবং তারপর সংক্রমণ দ্বিতীয় চোখেও ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে চোখে চুলকানি, জ্বালাপোড়ার সমস্যাও থাকে। চোখ থেকে জল পড়ে। চোখের পাতায় পুঁজ জমে যায়। চিকিৎসকদের কথায়, জয় বাংলা রোগ বাতাসের ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। তাই এই সময়ে চশমা ব্যবহার করলে প্রাথমিকভাবে কিছুটা হলেও সুরক্ষা পাবেন। 

কনজাংটিজার সংক্রমণ বা ফোলাভাব। কনজাংটিভা কী? কনজাংটিভা হচ্ছে একটি পাতলা, স্বচ্ছ ঝিল্লি যা চোখের পাতার ভিতরের পৃষ্ঠের উপর থাকে এবং আমাদের চোখের সাদা অংশকে ঢেকে রাখে। কনজাংটিভাইটিস বা এই সংক্রমণ হলে কনজাংটিভার রক্তনালীগুলি স্ফীত হয়ে যায় ৷ চোখকে লাল বা গোলাপি হয়ে যায়। তিন রকমের কনজাংটিভাইটিস হতে পারে। রাসায়নিক, সংক্রমক এবং অ্যালার্জিক। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই ধরনের সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিন।

এই সময় দিনে কয়েকবার চোখ পরিষ্কার করুন। এরপর অবশ্যই হাত সাবান দিয়ে ধুতে হবে বা স্যানিটাইজ করতে হবে। চোখ রগড়ানো যাবে না। এই সময় কন্টাক্ট লেন্স পরবেন না। এলার্জির সমস্যা দূর করতে কালো চশমা কিংবা সানগ্লাস পরে থাকতে পারেন। এই রোগটি হলে দুশ্চিন্তার কিছু নেই। চোখের উপর চাপ পড়ে এমন কোনও কাজ করা যাবে না। বেশিক্ষণ মোবাইল বা কম্পিউটারে কাজ করা যাবে না। রোজ গরম জলের মধ্যে তুলো কিংবা সাদা পরিষ্কার নরম সুতির কাপড় ডুবিয়ে চোখ পরিষ্কার করতে হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।কনজাংটিভাইটিস হচ্ছে চোখের

আরও পড়ুন, Brain Eating Amoeba: মগজের টিস্যু খেয়ে ফেলছে ভয়ংকর এই অ্যামিবা, ৭ দিন লড়াইয়ের পর হার মানল ২ বছরের শিশু

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.