Coronavirus: দেশে আরও বাড়ছে করোনা, একদিনে আক্রান্ত ১৭ হাজার
দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও দেশের করোনা পরিসংখ্যানে নিয়ে অস্বস্তি প্রকট হচ্ছে। শুক্রবারও দেশের করোনা গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় যত এগোচ্ছে ততই যেন জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও দেশের করোনা পরিসংখ্যানে নিয়ে অস্বস্তি প্রকট হচ্ছে। শুক্রবারও দেশের করোনা গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০ জন। যা গতকালের থেকে অনেকটা বেশি। সবচেয়ে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩.৪০ শতাংশ। গত সপ্তাহের পজিটিভিটির রেটও ৩.৭৫ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৩৬ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৪১৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৭ হাজার ১৮৯ জন। যা গতকালের থেকে ২ হাজার ৬৩৪ জন বেশি।
ঊর্ধ্বমুখী বাংলার করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে দেড় হাজার। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১০০ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১৫২৪।
আক্রান্তের সংখ্যা বাড়লেও তুলনামূলক বৃদ্ধি হয়নি হাসপাতালে ভর্তির সংখ্যা। সম্ভবত রাজ্যের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩০৩ জন করোনা আক্রান্ত রোগী। যাঁদের মধ্য়ে ৯৩ জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি থাকলেও। অক্সিজেনের প্রয়োজনীয়তা রয়েছে মাত্র ৬৮ জনের। ফলে, আক্রান্তের সংখ্যা বাড়লেও এখনই আতঙ্কিত হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা
আরও পড়ুন, Covid 19: বাংলায় বাড়ছে করোনা, বাঁচার উপায় কী? জানালেন চিকিৎসকরা
আরও পড়ুন, ডক্টর্স ডে উপলক্ষে বড় পদক্ষেপ IMA এর, ডাঃ বিধানচন্দ্র রায় জাতীয় পুরস্কার ফের চালুর আবেদন