Covid In West Bengal: রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ; আক্রান্ত দেড় হাজারেরও বেশি: সূত্র
কলকাতার পরে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। করোনা আক্রান্তের সংখ্যা ৪৩৫। এরপরই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা--১১৫ জন। এর পর হুগলি ও হাওড়া জেলা।
মৈত্রেয়ী ভট্টাচার্য: বাংলায় করোনা পরিস্থিতির ফের বাড়বাড়ন্ত। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল দেড় হাজার।
সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১০০ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১,৪২৪ জন। আজ, বৃহস্পতিবার সেই সংখ্যাটা দাঁড়াল ১৫২৪ জনে। জেলাভিত্তিক রিপোর্টের শীর্ষে অবশ্য সেই কলকাতা-ই, ৬২১ জন। সর্বাধিক করোনা-আক্রান্ত কলকাতা শহরেই। গতকালই করোনা আক্রান্তের সংখ্যা একলাফে ৫০০ পার করে গিয়েছিল। আক্রান্ত হয়েছিলেন মোট ৫৮৯ জন।
কলকাতার পরই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৩৫। এরপরই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ১১৫ জন। তার পর হুগলি ও হাওড়া জেলা. যথাক্রমে-- ৬১, ৬৯। তুলনায় মালদা, উত্তর দিনাজপুর, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিংয়ের কোভিড-পরিস্থিতি ভাল, সংক্রমণ নগণ্য।
প্রসঙ্গত, কোভিড সংক্রমণ লাফিয়ে বেড়েছে গোটা দেশেই। ফলে সতর্কতা অবলম্বন করার কথাও বিভিন্ন স্তরে ভাবা হচ্ছে। ভাবনা শুরু হয়েছে সরকারি স্তরেও।
সেই আবহেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করলেন। ৯ জুন কেন্দ্র একটি কোভিড-সতর্কতামূলক বিবৃতি প্রকাশ করেছিল। সেটা ছিল 'অপারেশনাল গাইডলাইনস ফর রিভাইজড সার্ভিলেন্স স্ট্র্যাটেজি অফ কোভিড-19' (Operational Guidelines for Revised Surveillance Strategy in context of COVID-19)। এরই সূত্রে আজ, ফের একবার কোভিড সতর্কতার কথা মনে করিয়ে দেওয়া হল রাজ্যগুলিকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Surge in Covid-19: ফের কোভিড সতর্কতা! কেন্দ্রীয় সরকারের জরুরি চিঠি রাজ্যগুলিকে