Covid Update:দেশে নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা,২৪ ঘণ্টায় মৃত দেড় হাজারের কিছু বেশি
৭৩ দিন পর দেশে ৮ লক্ষের নিচে সক্রিয় রোগীর সংখ্যা।
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। আশার আলো দেখাল শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের হেলথ বুলেটিন। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। এমনকি গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২ হাজারের নীচে এবং দেড় হাজারের সামান্য বেশি।
স্বাস্থ্যমন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় (Corona virus) আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। মৃত ১ হাজার ৫৮৭ জন। করোনামুক্ত হয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন। ৭৩ দিন পর দেশে ৮ লক্ষের নিচে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৯৮ হাজার ৬৫৬।
আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম! রিপোর্ট WHO,AIIMS-র
আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়া Biological E Vaccine ৯০% কার্যকর! হতে পারে 'গেম চেঞ্জার'
স্বাস্থ্যমন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩ জন। করোনামুক্ত হয়েছেন ২ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৬৪৭। প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জন। এখনও পর্যন্ত দেশে ২৬ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৩৯৯ জনকে টিকা দেওয়া হয়েছে।