গর্ভপাতের কারণ খুঁজতে গিয়ে 'যুগান্তকারী আবিষ্কার' সিডনির গবেষকদের

Updated By: Aug 10, 2017, 03:43 PM IST
গর্ভপাতের কারণ খুঁজতে গিয়ে 'যুগান্তকারী আবিষ্কার' সিডনির গবেষকদের

ওয়েব ডেস্ক: কীসের অভাবে বাড়ছে গর্ভপাতের সম্ভাবনা? বদীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট বিষয়ের ওপর পরীক্ষা করছিলেন অস্ট্রেলিয়ার সিডনির এক বিশেষজ্ঞ দল। গবেষকরা বলছেন, মূলত NAD নামক একটি মৌলিক পরিপূরকের অভাবের কারণেই গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। ভিটামিন B3 অভাবেই তা হয়। সেক্ষেত্রে গবেষকরা প্রচুর পরিমাণ সবুজ সবজি, মাংস প্রসূতিদের প্রতিদিনের খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিচ্ছেন। সমীক্ষা বলছে, ভারতের প্রায় ৬০ শতাংশ মহিলাই ভিটামিন B3 অভাবে ভুগছেন। শুধুমাত্র গর্ভপাতই নয়, এই ভিটামিনের অভাবে মেরুদণ্ড, হার্ট, কিডনিতেও সমস্যা দেখা দিতে পারে।

গবেষকরা প্রথম থেকেই দাবি করে আসছিলেন, গর্ভাবস্থায় খাদ্যতালিকায় এমন কিছু 'সাপ্লিমেন্ট' রাখা উচিত, যাতে গর্ভপাতের সম্ভাবনা কমে। প্রাথমিকভাবে তাঁরা এটা জানার চেষ্টা করছিলেন কী কী ক্রটিগত কারণে গর্ভপাত হয়? কেন প্রতিবন্ধী সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা থাকে? দীর্ঘ পরীক্ষার পর কারণগুলোর কিছু জানা গেলেও, ৮০ শতাংশ এখনও অজানাই থেকে গিয়েছে। তবে সিডনির এই গবেষণা যে চিকিৎসা বিজ্ঞানে একটা মাইলস্টোন, তা এক কথায় স্বীকার করে নিচ্ছে চিকিৎসকমহল। পরবর্তীতে এই গবেষণা ভবিষ্যতের গবেষণাকে আরও সাহায্য করবে বলেই মত গবেষকদের একাংশের। আরও পড়ুন- প্রথমবার মা হওয়ার জন্য সঠিক বয়স কোনটা? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত  

.